Wednesday, August 27, 2025

গোষ্ঠী সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের কাঁকড়তলা থানা এলাকার জামালপুর এলাকা। গুলি – বোমাবাজিতে মৃত্যু হয়েছে স্থানীয় তৃণমূল নেতা শেখ নিয়ামুলের (Sheikh Niyamul)। পুরনো শত্রুতার জেরেই এই কাণ্ড বলে প্রাথমিক অনুমান পরিবারের। শুক্রবার রাতের এই ঘটনার পর থেকেই এলাকা থমথমে। সকালেও চলছে পুলিশই টহলদারি।

স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও কাজ থেকে বাইকে করে ফিরছিলেন নিয়ামুল। বড়রা গ্রামের গরিবপাড়া সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁর পথ আটকান। বাইক থেকে নামিয়ে পাথর রড লাঠি দিয়ে তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ। গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যান তিনি। আগুন ধরিয়ে দেওয়া হয় তৃণমূল নেতার বাইকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিউড়ি হাসপাতালে (Siuri Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু নিয়ামুলের শারীরিক অবস্থার অবনতিতে দুর্গাপুরে স্থানান্তরের কথা বলেন চিকিৎসকরা। সেখানে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে বলে খবর। পারিবারিক শত্রুতার পাশাপাশি বালি খাদানের ভাগ বাটোয়ারা নিয়ে কোনও ঝামেলা কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version