একই দলে পুলিশ-চিকিৎসক! সমাজের দুই স্তম্ভের মেলবন্ধনের সাক্ষী কলকাতা

পুলিশকর্মীদের তার মধ্যে সংযুক্ত করার পরে সেখানে উৎসাহের সঙ্গে যোগ দেন কলকাতা শহরের বিভিন্ন থানার ৪৫ থেকে ৫০ জন পুলিশ (police) কর্মী, ওসি

রাজনৈতিক অভিসন্ধিতে সমাজের একেক স্তম্ভকে একেক সময়ে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে। কিন্তু বাস্তবে যাঁরা সমাজের জন্য কাজ করেন, তাঁরা যে বিভেদের রাজনীতির অংশ কখনই হন না তারই নজির রাখল শহরের এক ক্রিকেট টুর্নামেন্ট (cricket tournament)। শ্যামপার্কে স্টার্লিং হাসপাতাল ও ডাক্তার শমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (Dr. Samit Roy Welfare Foundation) উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় বছরে পুলিশ (police) ও স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মেলবন্ধনই ছিল মূল বিশেষত্ব।

আর জি কর আবহে পুলিশের বিরুদ্ধে চিকিৎসকদের একাংশকে উস্কে দিয়ে ফায়দা লোটার চেষ্টা করেছে একাংশের রাজনীতিকরা। তবে সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। রবিবার শ্যামপার্কে ক্রিকেট প্রতিযোগিতায় (cricket tournament) একই দলে খেললেন পুলিশ কর্মী থেকে চিকিৎসক (doctor) ও স্বাস্থ্যকর্মীরা। উদ্যোক্তাদের দাবি, সমাজের চিকিৎসক ও পুলিশকর্মীরা দুই তরফ থেকে সমানভাবে কাজ না করলে অনেক কাজ ভালোভাবে সম্পন্ন হয় না। তাই তাঁদের মধ্যে বিরোধ তৈরির চেষ্টাও কখনও সফল হবে না। এই ক্রিকেট প্রতিযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে খেলে তাঁরা সেটা প্রমাণ করে দিলেন।

স্টার্লিং হাসপাতাল ও ডাক্তার শমিত রায় ওয়েলফেয়ার ফাউন্ডেশন কয়েক বছর ধরে চিকিৎসকদের ক্রিকেট প্রতিযোগিতার (cricket tournament) আয়োজন করে। এবার পুলিশকর্মীদের তার মধ্যে সংযুক্ত করার পরে সেখানে উৎসাহের সঙ্গে যোগ দেন কলকাতা শহরের বিভিন্ন থানার ৪৫ থেকে ৫০ জন পুলিশ (police) কর্মী, ওসি।