Monday, November 10, 2025

ফের বাঘের আতঙ্ক জঙ্গলমহলে। রবিবার সকালে পুরুলিয়ার মানবাজার ২ নম্বর ব্লকের একের পর এক গ্রাম লাগোয়া এলাকায় একাধিক পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা।পায়ের ছাপগুলি খুঁটিয়ে পরীক্ষা করেন বনকর্মীরা(forest officer)।তারা একপ্রকার নিশ্চিত যে, পায়ের ছাপগুলি বাঘেরই। বনদফতরের একাংশের মতে, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলে বাঘ তাদের নিরাপদ ডেরা বলে মনে করছে। সেই কারণেই বার বার ঘুরে আসছে বাঘটি।

এদিকে গত বছর ডিসেম্বরের শেষ দিকে জিনাত বলে বাঘটিকে বহু কাঠখড় পুড়িয়ে খাঁচাবন্দি করা সম্ভব হয়েছিল। এরপরই অপর একটি বাঘ(tiger) এই রাজ্যে ঢুকে পড়েছিল বলে খবর। ঝাড়খণ্ড থেকে বাংলায় ফিরে গিয়েছিল বাঘটি। অনেকেই সেই সময় বলে ছিলেন জিনাতকে অনুসরণ করে তারই বন্ধু ঢুকে পড়েছিল বাংলায়। ফের সেই বাঘটিই জঙ্গলমহলে এল কি না সেটা খতিয়ে দেখছে বনদফতর।

বন দফতরের কর্মীদের দাবি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলে সে পর্যাপ্ত খাবার পাচ্ছে। তাই সে লোকালয়েও ঢুকছে না। মানুষের কোনও ক্ষতিও করছে না। জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করছে। অন্তত এখনও পর্যন্ত তেমনই প্রবণতা দেখা গিয়েছে। বাঘটির নিরাপত্তার কারণেই তার সঠিক অবস্থান সম্পর্কে প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না বনকর্মীরা। তাদের অনুমান, পুরুলিয়ার রাইকা ও ভাঁড়ারি পাহাড় সংলগ্ন এলাকাতেই বাঘটি রয়েছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version