Saturday, November 15, 2025

রবিবার মোহনবাগানের সামনে লিগ-শিল্ড জয়ে হাতছানি, সতর্ক মোলিনা, ওড়িশা ম্যাচের আগে কী বলছেন বাগান কোচ ?

Date:

শনিবার মাঠে না নেমেই আইএসএল লিগ-শিল্ড জেতার সুযোগ ছিল মোহনবাগান সুপার জায়ান্টের। তবে তার জন্য এফসি গোয়ার বিরুদ্ধে জিততে হত কেরালা ব্লাস্টার্সকে। তবে তা হয়নি ২-০ গোলে জয় পায় গোয়া। আর তাই শনিবার নয় রবিবার ঘরের মাঠ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে লিগ-শিল্ড জয়ের হাতছানি। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান-ওড়িশা এফসি। আর সেই ম্যাচে ওড়িশাকে হারালেই পরপর লিগ-শিল্ড জয় করবে সবুজ-মেরুন।

২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সবুজ-মেরুনের। আজ ওড়িশার বিরুদ্ধে জিতলে শীর্ষে থেকে ম্যাজিক ফিগার ৫২ পয়েন্টে পৌঁছে যাবে জোসে মোলিনা ব্রিগেড। সেক্ষেত্রে গোয়া যদি তাদের বাকি তিনটি ম্যাচ জেতে তাহলে সর্বাধিক ৫১ পয়েন্ট হবে তাদের । ৫১ পয়েন্টে শেষ করতে পারবে। কেরালকে হারিয়ে গোয়ার পয়েন্ট ২১ ম্যাচে ৪২। তাই এই মুহুর্তে এসে একেবারেই পরিস্থিতিকে হালকাভাবে নিতে নারাজ বাগান কোচ। বরং এই ম্যাচের আগে জেসন কামিন্সদের কোচ গোটা দলকে সতর্কতার চাদরে মুড়ে রেখেছেন। শিল্ড জয়ের চ্যাম্পিয়নশিপ ম্যাচ নয়, বরং আর পাঁচটা ম্যাচের মতোই ওড়িশা দ্বৈরথকে দেখছেন মোলিনা। এই ম্যাচের আগে বাগানের স্প্যানিশ বস পরিষ্কার বলে যান, ‘‘গোয়া কী করল, সেটা নিয়ে আমাদের ভেবে কী লাভ! আমাদের একটাই লক্ষ্য, ওড়িশা ম্যাচ জেতা। বিশ্রাম নেব, রিল্যাক্স করব শিল্ড হাতে তুলে। তার আগে নয়। ছেলেরা আত্মবিশ্বাসী। কিন্তু আত্মতুষ্ট নয়।“

এরপর বাগান কোচের কাছে প্রশ্ন লিগ-শিল্ড জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে কি চাপ অনুভব করছেন তিনি? আত্মবিশ্বাসী মোলিনার পাল্টা প্রশ্ন, ‘‘কীসের চাপ? আমরা সেরা জায়গায় রয়েছি। তিন ম্যাচ আগেই খেতাবের সামনে। মরশুমের প্রথম থেকে পরিশ্রম করার মন্ত্র নিয়েই শুরু করেছিলাম। এখনও তাই। কাজ শেষ হয়নি। ওড়িশার বিরুদ্ধে পরিশ্রম করেই তিন পয়েন্ট অর্জন করতে হবে।“

স্বদেশি লোবেরার সঙ্গে মগজাস্ত্রের লড়াই। প্রতিপক্ষ ওড়িশা ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে। সুপার সিক্সে জায়গা করে নেওয়ার লড়াই করছেন হুগো বুমোসরা। কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগে আহমেদ জাহুকে নিয়ে সমস্যায় পড়েছে তারা। জাহু নাকি ক্লাবকে না জানিয়েই দল ছেড়েছেন। তবে সবুজ-মেরুন শিবির প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না। বরং চেনা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের তুরুপের তাসগুলো খেলেই বাজিমাত করতে চান মোলিনা। সাহাল আব্দুল সামাদ ছাড়া সবাই খেলার জন্য তৈরি। অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, আশিস রাই সম্পূর্ণ ফিট। কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন গ্রেগ স্টুয়ার্ট। মোলিনা বললেন, ‘‘ওড়িশার খেলার ধরন আমরা জানি। ওরাও আমাদের জানে। ম্যাচ শুরুর অনেক আগেই ওদের প্রথম একাদশ জেনে যাব। সেভাবে পরিকল্পনা করারও সুযোগ থাকবে।” শুরুর ব্যর্থতা কাটিয়ে মোহনবাগানের সাফল্যের রহস্য কি? কীভাবে তারকাদের সামলেছেন? মোলিনা বললেন, ‘‘পরিশ্রম। ফুটবলারদের প্রতিভা থাকলেই হয় না। পরিশ্রম করতে হয়।”

আরও পড়ুন- শনিবার ছিলো মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক, নির্বাচনী বোর্ড গঠন হল বাগানে

Related articles

শীতের অনুভূতিতে বাধা, কার্তিকের শেষ লগ্নে চড়বে পারদ জানালো হাওয়া অফিস

ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজ্যজুড়ে চলতে থাকার শীতের আমেজে এবার সাময়িক বিরাম। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের (Delhi Blast near Red fort) ঘটনায় এবার উত্তর দিনাজপুরের (North Dinajpur) সূর্যাপুর বাজার...

শনির সকালে বড়বাজারে ভয়াবহ আগুন, এজরা স্ট্রিটে জ্বলছে একের পর এক বিল্ডিং! 

সকালের আলো ভালো করে ফোটার আগেই শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে বিধ্বংসী আগুন থেকে...

বাজেয়াপ্ত করা বিস্ফোরকেই বিস্ফোরণ! জম্মু ও কাশ্মীরের নওগাম থানায় আহত অন্তত ৮

দিল্লি বিস্ফোরণের প্রেক্ষিতে দিল্লি পুলিশের পাশাপাশি, হরিয়ানা পুলিশ ও জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police) লাগাতার...
Exit mobile version