Wednesday, August 20, 2025

রাজ্যের সড়ক পরিকাঠামোর মানোন্নয়নে বদ্ধপরিকর রাজ্য সরকার। তাই  আগামী আর্থিক বছরে গ্রামীণ রাস্তা রক্ষণাবেক্ষণের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের পঞ্চায়েত দফতর। মূলত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা   এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের টাকায় নির্মিত পুরনো রাস্তাগুলির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজে এই টাকা ব্যবহার করা হবে বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে।  আগামী আর্থিক বছরের রাজ্য বাজেটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের জন্য ৪৪ হাজার ১৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যেশুধুমাত্র পিএমজিএসওয়াই এবং আরআইডিএফ প্রকল্পে নির্মিত পুরনো রাস্তা সংস্কারের জন্য  এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর।

২০২০ সালে প্রথমবার রাজ্যের গ্রামীণ এলাকার রাস্তা ঘাট উন্নয়নের জন্য পথশ্রী প্রকল্প চালু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এখন এই প্রকল্পের দ্বিতীয় পর্বের কাজ চলছে । ২০২৪ সালে  বাজেটে পথশ্রী প্রকল্পের(pathashree project) অধীনে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার । সেই সঙ্গে  পথশ্রী-৩ প্রকল্প চালু করার ঘোষণা করা হয় ।

এবছরের বাজেটে পথশ্রী প্রকল্পের জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা  ভট্টাচার্য। তার সবটাতেই নতুন রাস্তা তৈরি করা হবে। ওই  প্রকল্পে এখনও পর্যন্ত  রাজ্য সরকার  নিজ রাজকোষ থেকে অর্থ ব্যয় করে মোট ৩৭,০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরিতে সক্ষম  হয়েছে । এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য  আগামী অর্থবর্ষে ১৫০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করছে রাজ্য সরকার । যাতে রাজ্যের যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হয় ।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version