Saturday, November 8, 2025

লিগ-শিল্ড জয় করেই পরবর্তী লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বাগান কোচ জোসে মোলিনা

Date:

দু’ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারিয়ে পর পর দু’বার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। গোল আসে একেবারে শেষ মুহুর্তে। তাও আবার দিমি পেত্রাতোসের গোলে। যে কিনা এই মরশুমে একেবারেই নিজের চেনা ছন্দে ছিলেন না। ম্যাচে সুপারসাব হিসাবে মাঠে নেমেই বাজিমাত।

গতকাল ম্যাচের ৭৮ মিনিটের মাথায় দিমিকে নামান মোহনবাগান কোচ জোসে মোলিনা। সেই সময় তাঁর নাকি মনে হয়েছিল, দিমির গোলেই হয়তো ম্যাচ ও লিগ-শিল্ড জিততে পারেন তাঁরা। সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান বাগান কোচ । ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মোলিনা বলেন, “দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হত। তাই জেমির পাশে দিমিকেও রাখি। কারণ, জানি না কেন আমার মনে হয়েছিল দিমি আজ গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমার মনে হয়, আমি ঠিকই ছিলাম।”

লিগ-শিল্ড জয় হয়ে গিয়েছে। তবে এখনই গা ছাড়া মনোভাব দেখাতে রাজি নন বাগান কোচ। সামনে লিগের আরও দুটো ম্যাচ, সেই ম্যাচগুলোতে সমান ভাল খেলবে তাঁর দল, জানিয়ে দিলেন মোলিনা। পাশাপাশি আইএসএল ট্রফি জয় যে লক্ষ্য সে কথা জানাতে ভুললেন সবুজ-মেরুন কোচ। এই নিয়ে মোলিনা বলেন, “পরের ম্যাচগুলোও আমরা সমান ভাল খেলব। কারণ, আমাদের সেরার জায়গায় থাকতে হবে। কাপ জয়ের প্রস্তুতি হিসেবেও এই দুই ম্যাচ কাজে লাগবে। তারপর সেমিফাইনাল, ফাইনাল আছে। তাই প্রতি ম্যাচেই সেরাটা দেওয়ার চেষ্টা করব। মুম্বই ম্যাচে তো সেরাটা দিতেই হবে।“

এদিকে লিগ-শিল্ড জয়ে খুশি মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বলেন, “ এটা দলের সাফল্য। আমরা সব এক, এটা তারই ফল এটা। তবে ওড়িশা ভালো দল। একটা চাপ সত্যি ছিল। তবে আমরা খুশি এই জয়ে।“

আরও পড়ুন- কতটা গুরুতর রোহিত, শামির চোট? জানালেন শ্রেয়স

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version