Sunday, August 24, 2025

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দুরন্ত জয় পায় ভারতীয় দল। এই জয়ের সুবাদে এই হাইভোল্টেজ টুর্নামেন্টের সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা টিম ইন্ডিয়ার। তবে এই খুশির আবহের মধ্যে একটা কথা চিন্তায় রাখছে ভারতীয় সমর্থকদের। আগামি ম্যাচে খেলতে পারবেন তো টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং মহম্মদ শামি? কারণ ম্যাচ চলাকালীন চোট পান রোহিত ও শামি। আর এই নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়র। জানালেন, যত দূর জানি, ওদের চোট এমন কিছু গুরুতর নয়।

এই নিয়ে শ্রেয়স বলেন, “ আমার সঙ্গে ওদের কথা হয়েছে। ওদের দেখে মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে। যত দূর জানি, ওদের চোট এমন কিছু গুরুতর নয়। পরের ম্যাচে খেলা নিয়ে কোনও সমস্যা নেই।“

এদিকে গতকাল বিরাট কোহলির সঙ্গে বড় জুটি গড়েছেন শ্রেয়স। যখন রোহিত শর্মা, শুভমন গিলরা একে একে আউট হয়ে ফিরে যান, তখন বিরাটের সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়ে ভারতের রানের পাহাড় এগিয়ে নিয়ে যায়। ম্যাচ শেষে নিজেদের ইনিংস নিয়েও মুখ খোলেন শ্রেয়স। তিনি বলেন, “ আমরা জানতাম, বিরাট ভাই খুব তাড়াতাড়ি বড় রান পাবে। আগের দিন আমাদের আগে ও অনুশীলনে আসে। এর থেকেই বোঝা যাচ্ছে, বিরাট ভাইয়ের রানের খিদে কতটা। এখনও সকলের থেকে বেশি পরিশ্রম ও করে। ওর ইনিংস সবচেয়ে ভাল জায়গায় বসে আমি দেখেছি।“ এখানেই না থেমে শ্রেয়স আরও বলেন, “ আগে আমরা ভাল বল করেছি। পাকিস্তানকে ২৪১ রানে আটকে রাখা সহজ ছিল না। সেটাই করেছে কুলদীপ, হর্ষিতেরা। ফিল্ডিংও খুব ভাল হয়েছে। পরে ব্যাট করার সময় আমরা ভয় পাইনি। ঝুঁকি নিইনি। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছি। যখন দরকার, দৌড়ে রান নিয়েছি। আবার যখন দরকার বড় শট খেলেছি। বিরাট ভাই ওর কাজ করেছে। এই জয় গোটা দলের জয়।“

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস, ম্যাচ জিতিয়ে কী বললেন কিং কোহলি ?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version