Saturday, November 8, 2025

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষিজীবীদের পাশে রাজ্য

Date:

Share post:

দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাংলার কৃষিজীবীদের পাশে দাঁড়িয়ে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। সাম্প্রতিক কালে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯ লক্ষেরও বেশি কৃষককে বাংলা শস্য বিমার  আওতায় ক্ষতিপূরণ বাবদ ৩৫১ কোটি টাকা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, খরিফ মরশুমে  প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারাই পেয়েছেন এই অর্থ। গত বছর ঘূর্ণিঝড় ‘ডানা’ এবং ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়ে যেসব কৃষকদের ফসল নষ্ট হয়েছিল, তারাই মূলত এই ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে।  ডিভিসি’র ছাড়া জলে হুগলি, হাওড়া ও বর্ধমান জেলায় ধান চাষের ক্ষতি হয়েছিল।

দেশের মধ্যে এ রাজ্যেই প্রথম ‘ইসরো’র উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ করা হয়। ফলে অনেক দ্রুত ক্ষয়ক্ষতি চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হচ্ছে বলে দাবি সরকারের। এদিকে রবি এবং বোরো মরসুমের জন্য রাজ্যে এখনও পর্যন্ত ৭১ লক্ষ ৯৮ হাজার কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছে। মুখ্যসচিব মনোজ পন্থ নবান্নে(nabanna) এই প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে কৃষি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।

এরমধ্যে ১২ লক্ষ ১৩ হাজার আলু চাষি নাম নথিভূক্ত করেছেন বলে কৃষি দফতর  সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য এই বছরই প্রথম রাজ্যে আলু এবং আখ চাষীদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ফলে অন্যান্য চাষীদের সঙ্গে তারাও এখন থেকে কোন প্রিমিয়াম ছাড়াই এই প্রকল্পের সুবিধা পাবেন। আগামী অর্থ বছরের জন্য এই বিমা প্রকল্পে রাজ্য সরকার ১ হাজার ৩১৩ কোটি ১৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে।  ২০১৯ সালে বাংলা শস্য বিমা প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রাজ্যের এক কোটি ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট ৩ হাজার ৫৬২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে  ।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...