Tuesday, August 26, 2025

দিল্লির শিখ বিরোধী দাঙ্গা মামলায় প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ড

Date:

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যা-পরবর্তী শিখবিরোধী দাঙ্গার সঙ্গে জড়িত একটি মামলায় দিল্লির প্রাক্তন কংগ্রেস সাংসদ(congress mp) সজ্জন কুমারের(sajjankumar) যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিয়েছে দিল্লির বিশেষ আদালত। ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় সরস্বতী বিহারে শিখ ধর্মাবলম্বী পিতা-পুত্রকে খুনের ঘটনায় সজ্জন প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন বলে জানিয়েছে দিল্লির বিশেষ আদালত।

এটি কুমারের দ্বিতীয় আজীবন কারাদণ্ড, যিনি ইতিমধ্যেই দিল্লি ক্যান্টনমেন্ট দাঙ্গা মামলায় জড়িত থাকার কারণে কারাগারে রয়েছেন।আজীবন কারাদণ্ড ছাড়াও, কুমারকে দাঙ্গার জন্য ধারা ১৪৭-এর অধীনে দুই বছর, মারাত্মক অস্ত্র সহ দাঙ্গার জন্য ধারা ১৪৮-এর অধীনে তিন বছর ও জরিমানা এবং মৃত্যু বা গুরুতর ক্ষতি করার উদ্দেশ্যে দায়বদ্ধ হত্যার চেষ্টার জন্য ধারা ৩০৮-এর অধীনে সাত বছরের সাজা দেওয়া হয়েছে। রাউজ অ্যাভিনিউ কোর্টের রায়ে কুমারকে ১৯৮৪ সালের ১ নভেম্বর দিল্লির সরস্বতী বিহার এলাকায় এক ভিড়কে নেতৃত্ব দেওয়া এবং যশবন্ত সিং ও তার ছেলে তরুণদীপ সিংকে হত্যায় উস্কানি দেওয়ার জন্য দায়ী করা হয়েছে।

মামলার শুনানির সময় অভিযোগ পক্ষ বলেছিল যে কুমারের নেতৃত্বে অস্ত্রসজ্জিত ভিড় ব্যাপক লুটপাট, অগ্নিসংযোগ ও শিখ সম্পত্তি ধ্বংস করেছিল। এই মামলাটি অপারেশন ব্লুস্টারের প্রতিশোধ হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তার দুই শিখ নিরাপত্তাকর্মী হত্যার পর শুরু হওয়া বৃহত্তর সহিংসতার অংশ।অভিযোগপক্ষ সাজ্জান কুমারের জন্য মৃত্যুদণ্ড চেয়েছিল। তাদের লিখিত জবাবে অভিযোগ পক্ষ যুক্তি দিয়েছিল যে এই মামলাটি নির্ভয়া গ্যাং রেপ ও হত্যা মামলার চেয়েও গুরুতর, কারণ এখানে একটি সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তারা জোর দিয়ে বলেছে যে কুমারের অপরাধ “নজিরবিহীন” বিভাগের অন্তর্গত, যা মৃত্যুদণ্ডের দাবি রাখে। কুমার, যিনি সেই সময় সংসদ সদস্য ছিলেন, শুধু ভুক্তভোগীদের রক্ষা করতে ব্যর্থ হননি, বরং সক্রিয়ভাবে সহিংসতায় অংশ নিয়েছিলেন, আইনের শাসনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version