কেজরির রাজ্যসভায় মনোনয়ন! সম্ভাবনা ওড়ালো আম আদমি পার্টি

রাজ্যসভা (Rajyasabha) থেকে সঞ্জীব আরোরাকে সরিয়ে সেখানে আহ্বায়ক কেজরিওয়ালকে (Arvind Kejriwal) মনোনয়ন দিতে চলেছে আপ

প্রতীকী ছবি

দিল্লি নির্বাচনে আম আদমি পার্টির (AAP) পরাজয়ের পর থেকেই বিভিন্নভাবে আপ ও তার নেতৃত্বকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে বিজেপি (BJP)। তাদের অন্যতম হাতিয়ার অপপ্রচার। এবার রাজ্যসভায় আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) মনোনয়ন নিয়েও চালানো হল অপপ্রচার। যদিও দলের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হল সেরকম কোনও পরিকল্পনা তাদের নেই।

চলতি বছর পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম (Ludhiana West) কেন্দ্রের লোকসভা উপনির্বাচন। নির্বাচন কমিশন কোনও দিন ঘোষণা না করলেও বিহার নির্বাচনের সঙ্গে নভেম্বরে হতে পারে সেই নির্বাচন। তবে শাসকদল আপ তার প্রস্তুতি শুরু করেছে। সেখানে রাজ্যসভার (Rajyasabha) সাংসদ সঞ্জীব আরোরাকে নির্ধারণ করা হয়েছে।

এরপরই বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হয় রাজ্যসভা (Rajyasabha) থেকে সঞ্জীব আরোরাকে সরিয়ে সেখানে আহ্বায়ক কেজরিওয়ালকে (Arvind Kejriwal) মনোনয়ন দিতে চলেছে আপ। তবে দলের পক্ষ থেকে এই দাবি পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়েছে।

সেই সঙ্গে আপের দাবি, এসবই আপ-কে (AAP) দুর্বল করে দেওয়ার জন্য বিজেপির অপপ্রচার। সঞ্জীব আরোরাকে ভালো কাজের পুরস্কার হিসাবে উপনির্বাচনে প্রার্থী করা হচ্ছে। কিন্তু আগেও পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে কেজরিওয়ালের নাম তুলে এনে অপপ্রচার চালিয়েছিল বিজেপি। রাজ্যসভার আসনের ক্ষেত্রেও একই পথ নিয়েছে বিজেপি।