Thursday, November 13, 2025

দল জয় পাওয়ায় তিনিও আনন্দে মেতেছেন।কিন্তু এর মধ্যেও শাস্তি নেমে এল! কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় উঠেছে ইন্টার মায়ামি। গোল করেছেন লিয়োনেল মেসি। কিন্তু তার মধ্যেই শাস্তি পেতে হয়েছে তাকে।শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও কানসাস সিটি। প্রথম পর্বের খেলায় মেসির গোলে ১-০ জেতে মায়ামি। দ্বিতীয় পর্বের খেলা ছিল মায়ামির ঘরের মাঠে। সেখানে মাত্র ১৯ মিনিটেই দলের হয়ে গোল করেন মেসি।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মেসির পাস ধরে বক্সে বল বাড়ান জর্ডি আলবা। সেই বল ধরে গোল করেন তাদেও আলেন্দে। দু’মিনিট পর রক্ষণের ভুল কাজে লাগিয়ে দলের তৃতীয় গোল করেন সুয়ারেস। দ্বিতীয়ার্ধে কানসাস একটি গোল শোধ করে। মায়ামির জিততে সমস্যা হয়নি। দুই পর্ব মিলিয়ে ৪-১ গোলে জেতে তারা।

এর মধ্যেই শাস্তি পেয়েছেন মেসি। মেজর সকার লিগের ম্যাচে প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ঘাড়ধাক্কা দিয়েছিলেন।তাই তাকে জরিমানা করা হয়েছে। তবে মেসিকে কত টাকা জরিমানা করা হয়েছে তা জানানো হয়নি। এই একই ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে হাতাহাতিতে জড়ানোয় জরিমানা করা হয়েছে সুয়ারেসকেও।

গত রবিবার নিউ ইয়র্ক সিটি এফসির মুখোমুখি হয়েছিল মেসির ইন্টার মায়ামি।খেলার শুরু থেকেই আক্রমণের পর আক্রমণে প্রতিপক্ষকে ঝাঁঝরা করে দেন মেসিরা। যার নিট ফল। টমাস অ্যালভেসের গোলে এগিয়ে যান মেসিরা।গোল করার কয়েক মিনিট পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যালভেস। ১০ জন হয়ে গেলেও মেসিরা খানিকটা রক্ষণাত্মক হয়ে যান। সেই সুযোগে দু’টি গোল করে নিউইয়র্ক সিটি এফসি। ম্যাচের প্রায় শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে পিছিয়ে ছিলেন মেসিরা। খেলা শেষ হওয়ার আগে মেসির পাস থেকে বল পেয়ে সমতা ফেরান টেলাস্কো সেগোভিয়া।

এমনই পরিস্থিতি যে ৮০ মিনিট ১০ জনে খেলতে হয় মেসিদের। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও ক্ষুব্ধ দেখাচ্ছিল মেসিকে। লাল কার্ড-সহ রেফারির বেশ কিছু সিদ্ধান্ত দলের বিরুদ্ধে যায়। সেই কারণে অখুশি ছিলেন মায়ামি অধিনায়ক। খেলা শেষ হওয়ার বাঁশি বাজার অপেক্ষায় ছিলেন। সঙ্গে সঙ্গে রেফারি অ্যালেক্সিস দ্য সিলভার দিকে তেড়ে যান মেসি।রীতিমতো আঙুল তুলে শাসান। বেশ উত্তেজিত হয়ে মেসিকে কথা বলতে দেখা গিয়েছে। মুখ হাত দিয়ে ঢেকেও কিছু কথা বলেন।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মেসিকে হলুদ কার্ড দেখান সিলভা। তার পরও শান্ত হতে পারেন নি মায়ামি অধিনায়ক। রেফারির সঙ্গে তিনি তর্ক করতেই থাকেন।মাঠ থেকে বেরিয়ে আসার পর নিউ ইয়র্ক সিটি এফসির সহকারী কোচ নেহদি বালুচির সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন।

আসলে তিনি মেসির আচরণের প্রতিবাদ করছিলেন। সেটা দেখে আরও রেগে যান এমএল টেন। বালুচির সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন মেসি। এক সময় দেখা যায়, প্রতিপক্ষ দলের সহকারী কোচকে ঘাড়ধাক্কা দিয়ে কিছু একটা বলছেন। মেসির এই আচরণে অবাক হয়ে যান বালুচি। গোটা ঘটনার ভিডিয়ো মূহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।আর এই ঘটনার জন্যই শাস্তি পেতে হয়েছে মেসিকে।

 

Related articles

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...

মুকুলের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাই কোর্ট, কারণ কী!

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের (Mukul Ray) বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।...

পুর নিয়োগ মামলায় এবার সুজিত বসুর স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব ইডি-র

পুর নিয়োগ মামলার তদন্তে এবার রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) স্ত্রী ও তাঁর পুত্র-কন্যাকে তলব করল ইডি...

Petrol Diesel price: আজকের পেট্রোল-ডিজেলের দাম

১৩ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৫   কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা   দিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version