Monday, August 25, 2025

ফের ভুয়ো কল সেন্টারের হদিশ। কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারে অভিযান।গোপন সূত্রে খবর পেয়ে গার্ডেনরিচের হোয়াইট হাউসে কলকাতা পুলিশের হানা। ভুয়ো কল সেন্টারের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কল সেন্টার থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকা। কল সেন্টার(call centre) থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ-মোবাইল ফোন।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধৃতদের গার্ডেরিচ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার অভিযুক্তদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।পুলিশ জানিয়েছে, বেশ কয়েকদিন ধরে তাদের কাছে খবর আসছিল গার্ডেনরিচ থানা(gardenritch police station) এলাকায় আয়রন গেট রোডের হোয়াইট হাউস নামের একটি বিল্ডিংয়ে ভুয়ো কল সেন্টার চলছে। মঙ্গলবার রাতে সেই অনুযায়ী অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয়, ইউসুফ খান, মুর্শিল খান, জাস্টিন পাল, মহম্মদ শাহরুখ নামের চার যুবককে। তাদের প্রত্যেকের বয়স ৩০-এর মধ্যে।

ধৃতদের থেকে নগদ ১ কোটি টাকার কিছু বেশি এবং সোনার গয়নাও উদ্ধার করা হয়েছে। শুধু তাই নয় বেশ কয়েকটি ল্যাপটপ(laptop), রাউটার ও অন্যান্য কাগজপত্র পাওয়া গিয়েছে। পুলিশ তদন্ত করে জেনেছে এই ভুয়ো কল সেন্টারে অনেকেই প্রতারণার ফাঁদে পড়েছেন। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version