Friday, January 9, 2026

ভুয়ো জাতি সংশাপত্র! ‘চিকিৎসক পড়ুয়া’র বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের

Date:

Share post:

ডাক্তারি পড়ার জন্য ভুয়ো জাতি সংশাপত্র (caste certificate)। প্রশাসনের নজরে আসতেই বাতিল হয় সংশাপত্র। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নজরে আসতেই স্বাস্থ্যভবনে তথ্য পেশ। চাপের মুখে রাতারাতি ডাক্তারি পড়া ছেড়েই চম্পট ‘ভুয়ো’ (fake) চিকিৎসক পড়ুয়ার। ঘটনায় পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের পক্ষ থেকে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়।

পরমব্রত রায় নামে এক যুবক ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbour Medical College) ভর্তি হয় এসটি সংশাপত্র (ST certificate) দিয়ে। এরপরই বিষয়টি নজরে আসে পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের। তাঁরা একদিকে মেডিক্যাল কলেজ ও অন্যদিকে মহকুমা প্রশাসনিক আধিকারিকের (SDO) কাছে অভিযোগ জানান। মহকুমা প্রশাসনিক আধিকারিকের তথ্য অনুসন্ধানে দেখা যায় পরমব্রত রায়ের এসসি (SC certificate) ও এসটি দুটি (ST certificate) সংশাপত্র রয়েছে। তখনই তার এসটি সংশাপত্র বাতিল করে মেডিক্যাল কলেজে জানানো হয়।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পরমব্রত রায়কে জবাবদিহি চেয়ে পাঠায়। অন্যদিকে স্বাস্থ্য দফতরে তার এই জাল সংশাপত্র (fake certificate) দিয়ে ভর্তির বিষয়টি জানানো হয়। কলেজের চিঠি পেতেই রাতারাতি পরমব্রত ডাক্তারি পড়া ছেড়ে দেওয়ার আবেদন জানায়, এমনটা দাবি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁ-র। তবে স্বাস্থ্য ভবন থেকে তার ভর্তি বাতিল বা সেই সংক্রান্ত পদক্ষেপের অপেক্ষা করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

জাল সংশাপত্র (fake certificate) দিয়ে রীতিমত ডাক্তারি পড়তে আসা পড়ুয়া পরমব্রত রায়ের রাজারহাটে বিরাট বাড়ির খোঁজ পাওয়া যায়। অথচ তার জাল এসটি সংশাপত্রে ঠিকানা বসিরহাটের। বাবার নামের জায়গায় যে প্রবীর রায়ের নাম দেওয়া তাঁর পরিচয় নিয়েও ধন্দ রয়েছে।

spot_img

Related articles

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...