Friday, December 19, 2025

ভুয়ো জাতি সংশাপত্র! ‘চিকিৎসক পড়ুয়া’র বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের

Date:

Share post:

ডাক্তারি পড়ার জন্য ভুয়ো জাতি সংশাপত্র (caste certificate)। প্রশাসনের নজরে আসতেই বাতিল হয় সংশাপত্র। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নজরে আসতেই স্বাস্থ্যভবনে তথ্য পেশ। চাপের মুখে রাতারাতি ডাক্তারি পড়া ছেড়েই চম্পট ‘ভুয়ো’ (fake) চিকিৎসক পড়ুয়ার। ঘটনায় পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের পক্ষ থেকে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়।

পরমব্রত রায় নামে এক যুবক ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbour Medical College) ভর্তি হয় এসটি সংশাপত্র (ST certificate) দিয়ে। এরপরই বিষয়টি নজরে আসে পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের। তাঁরা একদিকে মেডিক্যাল কলেজ ও অন্যদিকে মহকুমা প্রশাসনিক আধিকারিকের (SDO) কাছে অভিযোগ জানান। মহকুমা প্রশাসনিক আধিকারিকের তথ্য অনুসন্ধানে দেখা যায় পরমব্রত রায়ের এসসি (SC certificate) ও এসটি দুটি (ST certificate) সংশাপত্র রয়েছে। তখনই তার এসটি সংশাপত্র বাতিল করে মেডিক্যাল কলেজে জানানো হয়।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পরমব্রত রায়কে জবাবদিহি চেয়ে পাঠায়। অন্যদিকে স্বাস্থ্য দফতরে তার এই জাল সংশাপত্র (fake certificate) দিয়ে ভর্তির বিষয়টি জানানো হয়। কলেজের চিঠি পেতেই রাতারাতি পরমব্রত ডাক্তারি পড়া ছেড়ে দেওয়ার আবেদন জানায়, এমনটা দাবি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁ-র। তবে স্বাস্থ্য ভবন থেকে তার ভর্তি বাতিল বা সেই সংক্রান্ত পদক্ষেপের অপেক্ষা করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

জাল সংশাপত্র (fake certificate) দিয়ে রীতিমত ডাক্তারি পড়তে আসা পড়ুয়া পরমব্রত রায়ের রাজারহাটে বিরাট বাড়ির খোঁজ পাওয়া যায়। অথচ তার জাল এসটি সংশাপত্রে ঠিকানা বসিরহাটের। বাবার নামের জায়গায় যে প্রবীর রায়ের নাম দেওয়া তাঁর পরিচয় নিয়েও ধন্দ রয়েছে।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...