Saturday, November 8, 2025

ভুয়ো জাতি সংশাপত্র! ‘চিকিৎসক পড়ুয়া’র বিরুদ্ধে পদক্ষেপ প্রশাসনের

Date:

Share post:

ডাক্তারি পড়ার জন্য ভুয়ো জাতি সংশাপত্র (caste certificate)। প্রশাসনের নজরে আসতেই বাতিল হয় সংশাপত্র। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নজরে আসতেই স্বাস্থ্যভবনে তথ্য পেশ। চাপের মুখে রাতারাতি ডাক্তারি পড়া ছেড়েই চম্পট ‘ভুয়ো’ (fake) চিকিৎসক পড়ুয়ার। ঘটনায় পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের পক্ষ থেকে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়।

পরমব্রত রায় নামে এক যুবক ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbour Medical College) ভর্তি হয় এসটি সংশাপত্র (ST certificate) দিয়ে। এরপরই বিষয়টি নজরে আসে পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের। তাঁরা একদিকে মেডিক্যাল কলেজ ও অন্যদিকে মহকুমা প্রশাসনিক আধিকারিকের (SDO) কাছে অভিযোগ জানান। মহকুমা প্রশাসনিক আধিকারিকের তথ্য অনুসন্ধানে দেখা যায় পরমব্রত রায়ের এসসি (SC certificate) ও এসটি দুটি (ST certificate) সংশাপত্র রয়েছে। তখনই তার এসটি সংশাপত্র বাতিল করে মেডিক্যাল কলেজে জানানো হয়।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পরমব্রত রায়কে জবাবদিহি চেয়ে পাঠায়। অন্যদিকে স্বাস্থ্য দফতরে তার এই জাল সংশাপত্র (fake certificate) দিয়ে ভর্তির বিষয়টি জানানো হয়। কলেজের চিঠি পেতেই রাতারাতি পরমব্রত ডাক্তারি পড়া ছেড়ে দেওয়ার আবেদন জানায়, এমনটা দাবি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁ-র। তবে স্বাস্থ্য ভবন থেকে তার ভর্তি বাতিল বা সেই সংক্রান্ত পদক্ষেপের অপেক্ষা করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

জাল সংশাপত্র (fake certificate) দিয়ে রীতিমত ডাক্তারি পড়তে আসা পড়ুয়া পরমব্রত রায়ের রাজারহাটে বিরাট বাড়ির খোঁজ পাওয়া যায়। অথচ তার জাল এসটি সংশাপত্রে ঠিকানা বসিরহাটের। বাবার নামের জায়গায় যে প্রবীর রায়ের নাম দেওয়া তাঁর পরিচয় নিয়েও ধন্দ রয়েছে।

spot_img

Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...