Monday, August 25, 2025

ডাক্তারি পড়ার জন্য ভুয়ো জাতি সংশাপত্র (caste certificate)। প্রশাসনের নজরে আসতেই বাতিল হয় সংশাপত্র। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের নজরে আসতেই স্বাস্থ্যভবনে তথ্য পেশ। চাপের মুখে রাতারাতি ডাক্তারি পড়া ছেড়েই চম্পট ‘ভুয়ো’ (fake) চিকিৎসক পড়ুয়ার। ঘটনায় পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের পক্ষ থেকে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়।

পরমব্রত রায় নামে এক যুবক ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbour Medical College) ভর্তি হয় এসটি সংশাপত্র (ST certificate) দিয়ে। এরপরই বিষয়টি নজরে আসে পশ্চিমবঙ্গ আদিবাসী সমাজের। তাঁরা একদিকে মেডিক্যাল কলেজ ও অন্যদিকে মহকুমা প্রশাসনিক আধিকারিকের (SDO) কাছে অভিযোগ জানান। মহকুমা প্রশাসনিক আধিকারিকের তথ্য অনুসন্ধানে দেখা যায় পরমব্রত রায়ের এসসি (SC certificate) ও এসটি দুটি (ST certificate) সংশাপত্র রয়েছে। তখনই তার এসটি সংশাপত্র বাতিল করে মেডিক্যাল কলেজে জানানো হয়।

মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পরমব্রত রায়কে জবাবদিহি চেয়ে পাঠায়। অন্যদিকে স্বাস্থ্য দফতরে তার এই জাল সংশাপত্র (fake certificate) দিয়ে ভর্তির বিষয়টি জানানো হয়। কলেজের চিঠি পেতেই রাতারাতি পরমব্রত ডাক্তারি পড়া ছেড়ে দেওয়ার আবেদন জানায়, এমনটা দাবি মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল উৎপল দাঁ-র। তবে স্বাস্থ্য ভবন থেকে তার ভর্তি বাতিল বা সেই সংক্রান্ত পদক্ষেপের অপেক্ষা করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

জাল সংশাপত্র (fake certificate) দিয়ে রীতিমত ডাক্তারি পড়তে আসা পড়ুয়া পরমব্রত রায়ের রাজারহাটে বিরাট বাড়ির খোঁজ পাওয়া যায়। অথচ তার জাল এসটি সংশাপত্রে ঠিকানা বসিরহাটের। বাবার নামের জায়গায় যে প্রবীর রায়ের নাম দেওয়া তাঁর পরিচয় নিয়েও ধন্দ রয়েছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version