Thursday, August 21, 2025

দেশের মধ্যে উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্য বাংলা: কেন্দ্রের রিপোর্টে প্রকাশ

Date:

Share post:

সব কিছুতেই বাংলার সমালোচনা করে বঙ্গ বিজেপি। অথচ বিজেপি (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারই একের পর এক ক্ষেত্রে বাংলাকে সেরার শিরোপা দিচ্ছে। তার সাম্প্রতিকতম উদাহরণ সর্বাপেক্ষা কর্মক্ষম রাজ্যের স্বীকৃতি দিয়েছে বাংলাকে। কেন্দ্রের রিপোর্টেই পশ্চিমবঙ্গ উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্য (High Performing State) হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু কেন্দ্রের রিপোর্ট বঙ্গ বিজেপি উপেক্ষা করবে কী করে!

সব সময়ে কাজে বিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর জমানায় বাংলায় শ্রমদিবস নষ্ট হয় না। রাজনৈতিক প্রতিহিংসায় বিজেপি নেতৃত্ব কুৎসা ছড়ালেও, কেন্দ্রের রিপোর্ট (Report) বলে অন্য কথা। কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রক প্রতি বছর দেশের কোন রাজ্য কেমন কাজ করছে তার উপর একটি রিপোর্ট তৈরি করে। কাজের মূল্যায়নের নিরিখে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের দেওয়া রিপোর্টে পশ্চিমবঙ্গকে ‘হাই পারফর্মিং স্টেট’ (High Performing State) বা উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তকমা দেওয়া হল।
আরও খবর: রাজনৈতিক উদ্দেশ্যে ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা! CBI-এর চার্জশিটের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেকের আইনজীবী

মোট ৬টি বিষয়ের নিরিখে রাজ্যগুলির মূল্যায়ন করা হয়েছে। ১০০ নম্বরের মধ্যে ৫৬.৫২ নম্বর পেয়েছে পশ্চিমবঙ্গ। এই মূল্যায়নই প্রমাণ করে বাংলা উন্নয়নমূলক কাজের শীর্ষে। আর কেন্দ্রের মূল্যায়নে একের পর এক বিজেপিশাসিত রাজ্যগুলির করুণ অবস্থা। শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন, এসসি-এসটি এবং নারী সংরক্ষণের নিয়ম মানা, নিয়মিত অডিট, টাকা খরচে স্বচ্ছতা ও উন্নয়নের নিরিখে মূল্যায়ন করা হয়েছে। পঞ্চায়েতগুলি নিজস্ব আয় বাড়াতে কতটা বেড়েছে সেটাও খতিয়ে দেখা হয়। তার বিচারেই বাংলা পায় উচ্চ কর্মক্ষম রাজ্যের তকমা। এছাড়াও বাংলায় পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বণ্টন এবং সেই টাকা কেমনভাবে খরচ করা হয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়। এছাড়া জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ নেওয়া, প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা এবং পরিকাঠামো বিভাগেও বাংলা ৭০.৬৩ নম্বর পেয়ে বড় সাফল্য অর্জন করেছে। বাংলা ছাড়াও পাঁচটি রাজ্য ‘হাই পারফর্মিং স্টেট-এর তকমা পেয়েছে।

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...