Tuesday, August 26, 2025

সাইবার অপরাধ নিয়ে তৎপর কলকাতা পুলিশ! বাজেয়াপ্ত ৭০০ সিম – গ্রেফতার ৮, জানালেন জয়েন্ট সিপি

Date:

শহরে বাড়বাড়ন্ত সাইবার ক্রাইমের ঘটনা। প্রতিদিনই একাধিক অভিযোগ আসছে। এবার সাইবার ক্রাইম রুখতে তৎপর হল কলকাতা পুলিশ।

সাইবার ক্রাইম প্রসঙ্গে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার সাংবাদিক সম্মেলনে এদিন বলেন, কলকাতা পুলিশের সাইবার থানা তদন্ত করেছে। সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছে। সিম কার্ড সংক্রান্ত অনুসন্ধান চালিয়ে সুয়োমোটো কেস করে তদন্ত শুরু করা হয়। তদন্তে দেখা যায়, কিছু অভিযুক্ত সিম কার্ড বিভিন্ন প্রতারকদের কাছে বিক্রি করেছে। বিভিন্ন ব্যক্তির নামে ইস‍্যু করেছে সিম কার্ড। তারপর সেই সমস্ত সিম প্রতারকদের হাতে বিক্রি হয়েছে। এখনও পর্যন্ত সাইবার ক্রাইমে আট জন গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ৭০০-র বেশি সিম কার্ড বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে প্রি-অ‍্যাকটিভেট সিমও আছে। দেশের বাইরেও এই সিম পাঠানো হয়েছে। এইসব সিম ব্যবহার করে নানা ধরনের সাইবার প্রতারণা, ডিজিটাল অ‍্যারেস্ট, ব্যাঙ্ক ফ্রডের মতো সাইবার অপরাধে এই সিম কার্ড ব্যবহার করা হয়েছে।

জয়েন্ট সিপি ক্রাইম জানান, ভুয়ো কলসেন্টারের মামলায় গার্ডেনরিচে অভিযান চালানো হয় হোয়াট হাউস ও গ্রিন ভিলা দুটো বিল্ডিংয়ে সার্চ করে ভুয়ো কল সেন্টার পাওয়া যায়। এই কলসেন্টার থেকে নানাধরনের সাইবার ফ্রড করা হত। ইউএস, অস্ট্রেলিয়া নাগরিকদের কল করা হত। বলা হত সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড ফোন করা হয়েছে। গ্রাহকদের ল‍্যাপটপ, ডেস্কটপ নিজেদের রিমোটে নিয়ে প্রতারণা করা হত বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- যানজট-দূষণ এড়াতে পদক্ষেপ রাজ্যের, ধর্মতলায় তৈরি হবে ‘মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব’

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version