Thursday, August 21, 2025

সকালে ট্রেন বন্ধের জের, বিকেলে ব্যান্ডেলের টিকিট কাউন্টারে ভাঙচুর: আক্রান্ত আরপিএফ

Date:

সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি হয়েছিল। যার জেরে কাটোয়া ও বর্ধমান শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।সেই ট্রেন বন্ধের জের বিকেলেও!যার নিট ফল, ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ব্যাপক ভাঙচুর চালাল উত্তেজিত জনতা।পরিস্থিতি নিযন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত আরপিএফ।তাদের ওপরও চড়াও হয়ে মারধর করা হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্টেশন চত্বরে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছ বর্ধমান ও কাটোয়া শাখার বেশ কিছু ট্রেন। কাজের দিনে ব্যস্ত সময়ে ট্রেন-বিভ্রাটে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিভিন্ন স্টেশনে ভিড় জমতে শুরু করে।পূর্ব রেল সূত্রে জানানো হয়, ডাউন বর্ধমান লোকাল ব্যান্ডেল এবং আদিসপ্তগ্রামের মাঝে দাঁড়িয়ে রয়েছে। হুগলি এবং ব্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে ডাউন (হাওড়াগামী) ব্যান্ডেল লোকাল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বর্ধমান ও কাটোয়াগামী বেশ কিছু ট্রেন।

বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের মাঝে ৩৭৮২৪ ডাউন (হাওড়াগামী) বর্ধমান (মেন) লোকাল চলার সময় বিদ্যুতের তার ছেঁড়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। ট্রেন না থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।দীর্ঘ সময় কলকাতার সঙ্গে শহরতলির যোগাযোগের ‘লাইফ লাইন’ থমকে যাওয়ায় যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল এবং হুগলি স্টেশনের দিকে হেঁটে রওনা হন। বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে যায় রেলের ‘ইনস্পেকশন কার’। এরই মধ্যে স্টেশনে স্টেশনে মাইকে ঘোষণা করা হতে থাকে, ফের ট্রেন চলাচল শুরু হতে অনেক সময় লাগবে।কিন্তু সকাল পেরিয়ে বিকেল গড়িয়ে গেলেও সমস্যা পুরোপুরি মেটেনি। আর তাতেই উত্তেজিত জনতা ব্যান্ডেল স্টেশনের টিকিট কাউন্টারে ভাঙচুর চালায়।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version