Thursday, July 3, 2025

রঞ্জিতে রোহিত-যশস্বীর খেলায় হতাশ মুম্বইয়ের মুখ্য নির্বাচক, কী বললেন তিনি ?

Date:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের ব্যর্থতার পর, টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ঘোরোয়া ক্রিকেটে খেলা ব্যদ্ধতা মুলুক করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মত একটি করে রঞ্জিট্রফির ম্যাচে নেমেছিল রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। কিন্তু ম্যাচে নেমেও নজর কাড়তে রোহিতরা । আর এতেই কিছুটা হতাশ মুম্বইয়ের মুখ্য নির্বাচক সঞ্জয় পাতিল। তার মতে ঘোরোয়া ক্রিকেটে নজর দেওয়া উচিত ভারতীয় ক্রিকেটারদের। এই বছর রঞ্জিট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে মুম্বই। বিদর্ভের বিরুদ্ধে হেরে। গ্রুপ পর্বে হারতে হয়েছিল জম্মু-কাশ্মীরের মতো দলের বিরুদ্ধে। যা মেনে নিতে পারছেন না সঞ্জয়।

এই নিয়ে মুম্বইয়ের মুখ্য নির্বাচক বলেন, “ রঞ্জি ট্রফিতে যে ভাবে ওরা খেলেছে, তা নিয়ে আমি হতাশ। টেস্ট খেলা ক্রিকেটারদের থেকে এমন আচরণ কাম্য নয়। আমাদের সিনিয়রেরা রঞ্জিতে যে রকম ভাবে খেলত, সেই মনোযোগ এখনকার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দেখতে পাই না। দলে সই দেওয়ার জন্য যোগ দিলে, সেই ক্রিকেটারদের মানসিকতা বোঝা যায়। বিদর্ভ এবং মুম্বইয়ের সেমিফাইনালে এটা পার্থক্য গড়ে দেয়। জয়ের খিদেটাই দেখা যায়নি। রঞ্জির দ্বিতীয় পর্বে আমাদের দলে সেটার অভাব ছিল। নাম করা ক্রিকেটারদের নিয়ে আমি হতাশ। সূর্যকুমার যাদবকে মাথায় রেখেই কথাটা বলছি।“

রঞ্জিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে হেরে যায় মুম্বই। ওই ম্যাচটি খেলেছিলেন যশস্বী এবং শিবমও। তাঁরাও সে ভাবে রান করতে পারেননি। সঞ্জয় মনে করেন দলের মানসিকতাই পাল্টে গিয়েছিল রোহিতেরা যোগ দেওয়ায়। এই নিয়ে সঞ্জয় বলেন, “মুম্বই ক্রিকেট দলের একটা ঐতিহ্য আছে। আন্তর্জাতিক ক্রিকেটারেরা যোগ দিলে সেটা বৃদ্ধি পায়। কিন্তু এ বারে সেটা দেখা যায়নি। সংস্থার কাছে আমার অনুরোধ এটা যেন তারকা ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়। ভারতীয় দলের নির্বাচকদের নজর রাখা উচিত এই ক্রিকেটারদের খেলার দিকে। তারকা ক্রিকেটারেরা রঞ্জি দলে যোগ দিয়েছিলেন, খেলতে পারেননি। সেটা দলের খেলার উপর প্রভাব ফেলেছে।“

আরও পড়ুন- ভারত নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশি সুবিধা পাচ্ছে, মত প্রাক্তন এই দুই ইংল্যান্ড ক্রিকেটারের

Related articles

আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে ব্ল্যাক বেঙ্গল গোট! পুরুলিয়ায় রাজ্যের বিশেষ প্রকল্প

আন্তর্জাতিক বাজারে ব্ল্যাক বেঙ্গল গোট (Black Bengal Goat)-এর স্বাদ ও গুণমানের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল...

১৭ দিনে সাতটি ধর্ষণ! বিজেপি রাজ্য ওড়িশায় গৃহবধূকে গণধর্ষণ দুই যুবকের 

ওড়িশায় ফের নারীনিগ্রহের ঘটনা। জাজপুর জেলার বৈরি থানার ভালুখাই জঙ্গলে ছাগল চরাতে গিয়ে মঙ্গলবার দুপুরে দুই দুষ্কৃতীর হাতে...

তামান্নার মৃত্যুতে এবার হাই কোর্টে পরিবার, ঘোলাজলে রাজনীতি সিপিএম-এর!

কালীগঞ্জ (kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিনই প্রাণ হারায় ৯ বছরের তামান্না খাতুন (Tamanna Khatun)। পরিবারের অভিযোগ, তৃণমূলের...

গিলের প্রশংসায় বীরেন্দ্র সেওয়াগ

ভারতের হয়ে টেস্টে প্রথম তিনশো রানের ইনিংস খেলার রেকর্ড করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag)। এদিন শুভমন গিলের (Shubman...
Exit mobile version