Thursday, August 21, 2025

প্রধানমন্ত্রীর ডিগ্রি বিতর্ক: মামলার রায়দান স্থগিত দিল্লি হাইকোর্টের

Date:

নরেন্দ্র মোদির (Narendra Modi) ডিগ্রি বিতর্কে নথি প্রকাশে রাজি দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) । তথ্যের অধিকার আইনে করা এক পিটিশনের প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য কমিশন তথা CIC ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশের জন্য নির্দেশ দেয়।বৃহস্পতিবার বিচারপতি শচীন দত্তর এজলাসে বিশ্ববিদ্যালয়ের তরফের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আদালতের কাছে পড়ুয়াদের নথি দেখাতে রাজি বিশ্ববিদ্যালয়। তাই সেক্ষেত্রে সিআইসির নির্দেশ বাতিলের আর্জি জানান তিনি। এরপরই মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি।

হঠাৎ করে প্রধানমন্ত্রীর ডিগ্রির বিষয়টি আলোচনায় এল কেন? আসলে কেন্দ্রীয় তথ্য কমিশন ২০১৬ সালের ২১ ডিসেম্বর জনৈক নীরজ কুমার নামের এক ব্যক্তির তথ্যের অধিকার জানার অধিকারে দায়ের করা আর্জির প্রেক্ষিতে নির্দেশ দিয়েছিল ১৯৭৮ সালে সমস্ত বিএ পরীক্ষার রেকর্ড প্রকাশ্যে আনতে হবে। ওই বছরই বিয়ে পরীক্ষায় পাস করেন নরেন্দ্র মোদি। এরপর ২০১৭ সালের ১৩ জানুয়ারি যখন মোদি ভারতের প্রধানমন্ত্রী, সেই সময় হাইকোর্ট সিআইসির নির্দেশের স্থগিতাদেশ দেয়। গত ১১ ফেব্রুয়ারি দিল্লি বিশ্ববিদ্যালয় জানায়, তাদের কাছে সমস্ত তথ্যই রয়েছে। কিন্তু জনস্বার্থ ছাড়া তা প্রকাশ করা উচিত হবে না। আইনের দোহাই দিয়ে এমন কাজ করার চেষ্টা আসলে আরটিআই আইনের অপব্যবহার বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়। এদিন তারা আদালতে জানালো নথি প্রকাশ করতে কোন সমস্যা নেই। এই মামলার রায়দান কবে হবে তা জানা যায়নি।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version