Wednesday, August 20, 2025

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিচালন কমিটির প্রথম বৈঠক নবান্নে, উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

Date:

পুরীর মন্দিরের আদলের দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আগামী অক্ষয় তৃতীয়ায় (৩০ এপ্রিল ২০২৫) জগন্নাথ মন্দিরের (Jagannath Temple in Digha) উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই নির্মীয়মান মন্দির পরিচালনার জন্য মুখ্যসচিবের (CS) নেতৃত্বে ২৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সেই কমিটির প্রথম বৈঠক হলো নবান্নে (Nabanna)। সূত্রের খবর মন্দিরের উদ্বোধনসহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।।

দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple, Digha) তৈরির কমিটিতে পুরীর মন্দির, ISCON, দিঘার মাসির বাড়ি, কালীঘাট মন্দির, রামকৃষ্ণ মিশন-সহ একাধিক প্রতিষ্ঠানের একজন করে সদস্যকে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত কমিটির সদস্যরা এদিন নবান্নে আয়োজিত বৈঠকে যোগ দেন। পুরীর জগন্নাথ মন্দিরের দ্বৈতপতিও ছিলেন। মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে। যেটুকু কাজ বাকি আছে দ্রুত গতিতে তা শেষ করার তৎপরতা চলছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ট্রাস্টি বোর্ডে ২৭ জনের মধ্যে ২২ জনের নাম চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ট্রাস্টি বোর্ড তৈরির কথা জানিয়েছিলেন। মন্দির পরিচালনার দায়িত্বে থাকবে এই ট্রাস্টি বোর্ড। মুখ্যমন্ত্রী ওই দিন আরও জানান, দিঘা – শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাত থেকে জগন্নাথ ধামের জমি ও মন্দির হিডকোর (HIDCO) হাতে তুলে দেওয়া হচ্ছে।কয়েকশো কোটি টাকা খরচে গড়ে তোলা হয়েছে এই মন্দির। এই মন্দির উদ্বোধন হয়ে গেলে সৈকত নগরীর আকর্ষণ পর্যটকদের কাছে আরও বাড়বে।জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগের দিন অর্থাৎ ২৯ এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। বাংলার আপামর মানুষ অপেক্ষার প্রহর গুনছেন।

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version