Thursday, August 21, 2025

লিগ-শিল্ড অতীত, মুম্বই ম্যাচে ফোকাস মোলিনার, পাখির চোখ তিন পয়েন্ট

Date:

ইতিমধ্যেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন্স হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দু’ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড পকেটে পুরেছে সবুজ-মেরুন । এবার সামনে মুম্বই সিটি এফসি। ১ মার্চ অ্যাওয়ে ম্যাচে নামবে মোহনবাগান। লিগ-শিল্ড জয় করলেও এই ম্যাচকে হালকা ভাবে নিতে নারাজ বাগান কোচ জোসে মোলিনা। এই ম্যাচেও যে জয়ের ধারা বজায় রাখতে চান , সে কথা জানাতে ভুললেন বাগান কোচ ।

মুম্বই বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে মোলিনা বলেন, “ প্রথম লক্ষ্য ছিল শিল্ড জেতা। সেটা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সামনের ম্যাচও জিততে হবে। এক মাস পরেই আইএসএলের ফাইনাল। তাই এই সময় মনঃসংযোগ হারালে চলবে না। জেতার অভ্যাস বজায় রাখতে হবে।“ এরপরই মোলিনা বলেন, “ দলের পরিবেশ খুব ভাল। হ্যাঁ, সকলকে সব ম্যাচে খুশি রাখা যায় না। সকলে খেলার সুযোগ পায় না। কিন্তু আমার দলের সকলে জানে, যখনই সুযোগ পাবে নিজের সেরাটা দেবে। অনেকে চোটের জন্য খেলতে পারেনি। অনেকে কার্ড সমস্যায়। যে ম্যাচে যাকে দরকার তাকে খেলিয়েছি। মুম্বই ও গোয়া ম্যাচের জন্য আমার আলাদা পরিকল্পনা আছে। ছেলেদের উপর আমার বিশ্বাস আছে। পরের দুটো ম্যাচ জেতার জন্য যাদের খেলানো দরকার তাদেরই খেলাব।“

গত বার লিগ-শিল্ড জিতলেও আইএসএল ট্রফি জয় হয়নি মোহনবাগানের। এ বার সেই ট্রফিও চান মোলিনা। তবে এখন থেকেই ফাইনালের কথা ভাবছেন না বাগান কোচ। এই নিয়ে মোলিনা বলেন, “৮ মার্চ আমাদের শেষ লিগের ম্যাচ। তার পর জাতীয় দলের জন্য কিছু ফুটবলার ছাড়তে হবে। পরে আবার নক আউট খেলা। তার জন্য সময় আছে। তাই এখন থেকে নক আউট নিয়ে ভাবছি না। তখনকার পরিকল্পনা তখন করব। এখন শুধু সামনের দুটো ম্যাচ নিয়েই ভাবছি।“ তবে তার আগে দলে কিছু উন্নতির প্রয়োজন আছে বলে মনে করছেন মোলিনা। এই নিয়ে সবুজ-মেরুন কোচ বলেন, “ এখনও অনেক জায়গায় উন্নতি করার সুযোগ রয়েছে। শেষ দুটো ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই। সমর্থকদের আরও আনন্দ দিতে চাই।“

আরও পড়ুন- রঞ্জিতে রোহিত-যশস্বীর খেলায় হতাশ মুম্বইয়ের মুখ্য নির্বাচক, কী বললেন তিনি ?

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version