Thursday, August 21, 2025

সরকারি বাসস্ট্যান্ডে নিরাপত্তা কোথায়! মহারাষ্ট্রে বাসের ভিতর ধর্ষিতা তরুণী

Date:

পুনের সরকারি বাসস্ট্যান্ডে পার্ক করা বাসের ভিতর ধর্ষিতা এক তরুণী। নির্ভয়ার ঘটনা রাজধানীতে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল, যেখানে চলন্ত বাসের ভিতর গণধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এবার বিজেপির মহারাষ্ট্রে (Maharashtra) সরকারি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের ভিতরে ধর্ষণের (rape) ঘটনা নারী নিরাপত্তার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

পুনের (Pune) স্বর্গতে বাসস্ট্যান্ডে মঙ্গলবার ভোরে বাস ধরতে যান বছর ২৬-এর তরুণী। সেই সময় দত্তাত্রেয় রামদাস নামে এক যুবকের সাহায্য নেয়। সেই যুবক তাকে একটি বন্ধ বাস দেখিয়ে জানায় ওই বাস তরুণীর গন্তব্যে যাবে। এরপর ভুল বুঝিয়ে তরুণীকে সেই বাসে তুলে ধর্ষণ (rape) করে পালিয়ে যায় যুবক। গোটা ঘটনা ধরা পড়েছে বাসস্ট্যান্ডের সিসিটিভি (CCTV) ফুটেজে।

এরপরেই প্রশ্ন উঠেছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাসস্ট্যান্ডে নিরাপত্তা কোথায়। মাত্র ১০০ মিটারের মধ্যে থানা। আবার বাসস্ট্যান্ড সিসিটিভি-তে মোড়া। তাহলে নজরদারি যাদের দেওয়ার কথা ছিল, তারা কোথায়, উঠেছে প্রশ্ন। ঘটনার ২৪ ঘণ্টা পরেও অভিযুক্ত রামদাসকে গ্রেফতার করতে পারেনি মহারাষ্ট্র (Maharashtra) পুলিশ।

পুলিশের তদন্তে উঠে এসেছে রামদাস একজন দাগী আসামী। কীভাবে সরকারি বাসস্ট্যান্ডে তার অবাধ যাতায়াত সত্ত্বেও পুলিশের নজর এড়িয়ে গেল, প্রশ্ন বিরোধীদের। ঘটনার পরে বাসস্ট্যান্ডে ভাঙচুর চালায় শিবসেনা উদ্ধভ ঠাকরে গোষ্ঠীর সমর্থকরা। তরুণীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালাচ্ছে প্রশাসন।

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version