Thursday, August 21, 2025

নয়ের দশকে ক্লিন্টনের সঙ্গে শারীরিক সম্পর্ক, বিতর্কিত ঘটনা নিয়ে মুখ খুললেন লিউইনস্কি

Date:

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হওয়া বিল ক্লিন্টনের (Bill Clinton) সঙ্গে মনিকা লিউইনস্কির (Monica Lewinsky) বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ২০২৫ সালে নতুন করে মন্তব্য করলেন হোয়াইট হাউসের তৎকালীন শিক্ষানবীশ। সম্প্রতি এক পডকাস্ট চ্যানেলে সাক্ষাৎকারে মনিকা বলেন, মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সেই সময় পদত্যাগ করা উচিত ছিল। যদিও পরবর্তীতে ক্ষমতার পরিবর্তনেই মসনদ থেকে সরতে হয় ক্লিন্টনকে। এত বছর পর প্রথম যৌবনের সেই বিতর্কিত যৌন সম্পর্ক (Sexual Relationship) নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির কথাই সাক্ষাৎকারে সেটাই প্রকাশ করেন সমাজকর্মী।

আজ থেকে বছর তিরিশ আগে ওভাল অফিসে শিক্ষাণবীশ হিসেবে যোগ দেন ২৪ বছরের মনিকা লিউইনস্কি। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টনের বয়স তখন ৪৯ বছর। অসামান্য সুন্দরী মনিকার প্রতি আকর্ষণ থেকে দ্রুত শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন বিল। বিশ্বের এক নম্বর শক্তিধর দেশের শাসকের যৌন কেলেঙ্কারি ভাইরাল হতে খুব একটা বেশি সময় নেয়নি। এত বছর পর অ্যালেক্স কুপারের ‘কল হার ড্যাডি’ নামের পডকাস্ট চ্যানেলে মনিকা লিউইনস্কির সাক্ষাৎকারে উঠে এল সেসময়ের কেলেঙ্কারির প্রসঙ্গ। ৫১ বছরের সমাজকর্মীর কথায়, “সেসময় ওঁর উচিত ছিল পদত্যাগ করা। আমার মনে হয়, ওই সময়ে যা পরিস্থিতি হয়েছিল, তার মোকাবিলায় তাঁকে বলতে হতো – এগুলো কারও মাথাব্যথার বিষয় নয়, অথবা সোজা প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেওয়া উচিত ছিল।” লিউইনস্কি এই ঘটনার পর নিজেকে খানিকটা সময় দেন এবং ক্যারিয়ার তৈরি করার কাজে ব্যস্ত হয়ে পড়েন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে মনোস্তত্বে স্নাতকোত্তর মনিকা বর্তমানে আমেরিকার বিখ্যাত সমাজকর্মী। জীবন সায়াহ্নে এসেও যে প্রথম জীবনের যৌন বিতর্কের কথা ভুলতে পারেননি তা তাঁর বক্তব্যে বেশ স্পষ্ট।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version