Tuesday, December 16, 2025

২৬-এর ভোটের আগে ৪ শপথ, বিজেপি-সহ বিরোধীদের জামানত জব্দ করার বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

বিধানসভায় জয়ের হ্যাটট্রিক হয়েছে তৃণমূলের। চতুর্থবারও সরকার গড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা দিতেই বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের মেগা সভা। আর সেখানে ৪ শপথের কথা জানালেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ২০২৬-এ আরও জোরে ‘খেলা হবে’। ভোটার তালিকায় নজর, এলাকায় নজরদারি, BJP-কে জামানত জব্দ করা, নিবীড় জনসংযোগ– এই চার বিষয়ের উপর জোর দিতে বলেছেন তৃণমূল সভানেত্রী।

এদিনের মেগাসভায় প্রথমেই ভোটার তালিকায় নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তাঁর অভিযোগ, দিল্লির নির্বাচন কমিশনের দফতরেই এই কারচুপি করা হচ্ছে। তৃণমূল সভানেত্রীর বলেন, “অনেকের নাম ঢুকিয়েছে। কোথাও হরিয়ানা কোথাও গুজরাটের ভোটারদের নাম ঢুকিয়েছে। রাজ্যে ভোট হবে, আর ভোট দেবেন বাইরের রাজ্যের ভোটাররা? ভোটার তালিকা পরিষ্কার করতেই হবে।”

সব সময়ই নিবীড় জনসংযোগের উপর জোর দেন তৃণমূল সভানেত্রী। এদিনই মঞ্চ থেকে সেই বার্তাই দিয়েছেন নেত্রী।  সংগঠন আরও শক্তিশালী করতে দলীয় কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো।

এলাকায় নজরদারি বার্তা দেন মমতা। বলেন, এলাকায় কে আসছে, না আসছে নজর রাখতে হবে দলীয় কর্মীদের। অঞ্চলে যেন কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, সেদিকেই নজর রাখতে হবে- বার্তা দলনেত্রীর।

একই সঙ্গে সব বিষয়ে যে তিনি নজর রাখছেন, তাও জানান মমতা। বলেন, “মানুষ কাকে ভাল বলছে, কাকে খারাপ বলছে সব খবর রাখি।“ তাঁর কথায়, ভাল কাজের গুরুত্ব রয়েছে দলে, বুঝিয়ে দিলেন তাও। পদে থেকে কাজ করতে হবে মানুষের জন্য। অন্যথায় হারাতে পারেন পদও, ভোটের আগে সতর্ক করলেন সেই বিষয়েও।

২৬-এর ভোটে বিজেপিকে ধুলিসাৎ করার বার্তা দেন তৃণমূল সভানেত্রী। বলেন, “এই ভোট বিজেপি সিপিএম-এর জামানত জব্দ করার ভোট।“ বিজেপিকে ‘গেরুয়া কমরেড’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “দুর্গাপুজোয় ক’দিন ছুটি দেয় আপনাদের সরকার? ছট পুজোয় ক’দিন ছুটি দেয়?“ সব এ বরাতের ছুটি নিয়ে বিজেপির অপপ্রচারেরও জবাব দেন মমতা। বলেন, “ওরা বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সবেবরাতে দুদিন ছুটি দিয়েছে। উনি কমিউনাল। আমি দুদিন ছুটি দিয়েছিলাম কারণ একটা সবেবরাত আর একটা পঞ্চানন বর্মার জন্মদিন বলে। পঞ্চানন বর্মার জন্মদিন মনে রাখবেনা আর রাজবংশী ভোট চাইবেন?“
আরও খবর: তালিকায় ভূতুড়ে ভোটার: তথ্য দিয়ে বিস্ফোরক অভিযোগ মমতার, নজরদারিতে গড়লেন কমিটি

দলীয় কর্মীদের উদ্দেশে তৃণমূল সভানেত্রীর বার্তা, “আগামী বিধানসভা ভোটে ২১৫টা আসন পেতেই হবে। অভিষেক ঠিকই বলেছে। আসন আরও বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। ২১৫টা আসনের কম কোনও মতেই নয়। এ বিজেপি, কংগ্রেস, সিপিএমের জামানত জব্দ করার পালা।“

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version