Wednesday, November 12, 2025

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত, দেওয়া হতে পারে বিশ্রাম : সূত্র

Date:

পরপর দু’ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছে। ২ মার্চ গ্রুপ পর্বে নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে নিউজিল্যান্ড। আর সেই ম্যাচে অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা।

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর দু’দিন অনুশীলনে ছুটিতে ছিল টিম ইন্ডিয়া। বুধবার থেকে শুরু হয় অনুশীলন। আর সেই অনুশীলনেই রোহিতকে ফিট মনে হয়নি। ভারত অধিনায়ক হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাকিস্তান ম্যাচে। বুধবার রাতের অনুশীলনে রোহিতকে দেখে মনে হল, তিনি এখনও ফিট নন। ব্যাট করলেন না তিনি। আর সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে ভারত অধিনায়ককে।

অনুশীলনের যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, বুধবার রাতে অনুশীলনের শুরুতে ফুটবল খেলা হলে তাতে অংশ নেননি রোহিত। কোনও কঠিন শারীরিক অনুশীলন করেননি ভারত অধিনায়ক। নেটে সতীর্থদের সঙ্গে থাকলেও বাইরে থেকেও গোটা বিষয়টি দেখেন রোহিত। এক ঘণ্টা পর তিনি স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়ের অধীনে হালকা জগিং শুরু করেন। তবে পুরোপুরি ছন্দে দেখা যাচ্ছিল না ভারত অধিনায়ককে। তিনি থ্রোডাউনও নেননি। ব্যাট হাতে হালকা শ্যাডো প্র্যাকটিস করেন। পাশাপাশি কোচ গৌতম গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে অনেক ক্ষণ আলোচনা করেন।

আগামী রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়মরক্ষার। আগামী মঙ্গলবার ভারতকে সেমিফাইনালে নামতে হবে। ভারত সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে তা এখনও ঠিক হয়নি। তাই সেমিফাইনালের আগে রোহিতকে নিয়ে কোন তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে খুশি অস্কার, জানালেন পরবর্তী লক্ষ্যের কথা

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version