Thursday, August 21, 2025

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত, দেওয়া হতে পারে বিশ্রাম : সূত্র

Date:

পরপর দু’ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছে। ২ মার্চ গ্রুপ পর্বে নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে নিউজিল্যান্ড। আর সেই ম্যাচে অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা।

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর দু’দিন অনুশীলনে ছুটিতে ছিল টিম ইন্ডিয়া। বুধবার থেকে শুরু হয় অনুশীলন। আর সেই অনুশীলনেই রোহিতকে ফিট মনে হয়নি। ভারত অধিনায়ক হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাকিস্তান ম্যাচে। বুধবার রাতের অনুশীলনে রোহিতকে দেখে মনে হল, তিনি এখনও ফিট নন। ব্যাট করলেন না তিনি। আর সূত্রের খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে ভারত অধিনায়ককে।

অনুশীলনের যেই ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, বুধবার রাতে অনুশীলনের শুরুতে ফুটবল খেলা হলে তাতে অংশ নেননি রোহিত। কোনও কঠিন শারীরিক অনুশীলন করেননি ভারত অধিনায়ক। নেটে সতীর্থদের সঙ্গে থাকলেও বাইরে থেকেও গোটা বিষয়টি দেখেন রোহিত। এক ঘণ্টা পর তিনি স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়ের অধীনে হালকা জগিং শুরু করেন। তবে পুরোপুরি ছন্দে দেখা যাচ্ছিল না ভারত অধিনায়ককে। তিনি থ্রোডাউনও নেননি। ব্যাট হাতে হালকা শ্যাডো প্র্যাকটিস করেন। পাশাপাশি কোচ গৌতম গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে অনেক ক্ষণ আলোচনা করেন।

আগামী রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়মরক্ষার। আগামী মঙ্গলবার ভারতকে সেমিফাইনালে নামতে হবে। ভারত সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে তা এখনও ঠিক হয়নি। তাই সেমিফাইনালের আগে রোহিতকে নিয়ে কোন তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- হায়দরাবাদের বিরুদ্ধে দলের পারফরম্যান্সে খুশি অস্কার, জানালেন পরবর্তী লক্ষ্যের কথা

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...
Exit mobile version