১) ইতিমধ্যেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন্স হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দু’ম্যাচ বাকি থাকতেই লিগ-শিল্ড পকেটে পুরেছে সবুজ-মেরুন । এবার সামনে মুম্বই সিটি এফসি। ১ মার্চ অ্যাওয়ে ম্যাচে নামবে মোহনবাগান। লিগ-শিল্ড জয় করলেও এই ম্যাচকে হালকা ভাবে নিতে নারাজ বাগান কোচ জোসে মোলিনা। এই ম্যাচেও যে জয়ের ধারা বজায় রাখতে চান , সে কথা জানাতে ভুললেন বাগান কোচ ।

২) রঞ্জিট্রফির ম্যাচে নেমেছিল রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। কিন্তু ম্যাচে নেমেও নজর কাড়তে রোহিতরা । আর এতেই কিছুটা হতাশ মুম্বইয়ের মুখ্য নির্বাচক সঞ্জয় পাতিল। তার মতে ঘোরোয়া ক্রিকেটে নজর দেওয়া উচিত ভারতীয় ক্রিকেটারদের। এই বছর রঞ্জিট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে মুম্বই।

৩) ফের টিম ইন্ডিয়াকে খোঁচা প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বেশি সুবিধা পাচ্ছে ভারত। এমনটাই অভিযোগ নাসির হুসেন, মাইকেল আথার্টনের। তাদের মতে আয়োজক দেশ পাকিস্তান হলেও, ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে ভারত।

৪) পণ নিয়ে অশান্তি। মারধরের অভিযোগ এশিয়াডে ব্রোঞ্জজয়ী কবাডি খেলোয়াড় দীপক হুডার বিরুদ্ধে। দু’জনই ক্রীড়াবিদ। দু’জনেই পেয়েছেন আন্তর্জাতিক স্তরে সাফল্য । যাদের কথা বলা হচ্ছে তারা হলেন সুইটি বূরা এবং দীপক হুডা। বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। তবে জানা যাচ্ছে, বৈবাহিক জীবনে অশান্তি চলছে সুইটি বূরা এবং দীপক হুডার।

৫) পরপর দু’ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছে। ২ মার্চ গ্রুপ পর্বে নিয়মরক্ষার ম্যাচে ভারতের সামনে নিউজিল্যান্ড। আর সেই ম্যাচে অনিশ্চিত ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন- লিগ-শিল্ড অতীত, মুম্বই ম্যাচে ফোকাস মোলিনার, পাখির চোখ তিন পয়েন্ট
–

—

–

—

–

—

–
