Thursday, November 6, 2025

জয় হাতছাড়া মহামেডানের, লিগ টেবিলে কতটা সুবিধা পেল লাল-হলুদ?

Date:

আজ আইএসএল-এর ম্যাচে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে নজর ছিল ইস্টবেঙ্গলেরও। লড়াকু ফুটবলে একাধিক সুযোগ পেয়েও ভুবনেশ্বরে ওড়িশা এফসি-কে হারাতে পারল না মহামেডান। জেতা ম্যাচ ড্র করল তারা। ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে। কিছুটা স্বস্তি লাল-হলুদের। সার্জিও লোবেরার ওড়িশা পুরো পয়েন্ট পায়নি। মহামেডান অবশ্য ড্র করে হারের ডাবল হ্যাটট্রিক আটকাতে পেরেছে। ২২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা যথারীতি লাস্ট বয়। ওড়িশার প্লে-অফের রাস্তা কঠিন হল। ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। শেষ ম্যাচে জিতলে ৩৩ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে। তবে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। অপর দিকে ইস্টবেঙ্গলও সব ম্যাচ জিততে পারলে পয়েন্ট হবে ৩৩ । তখন লাল-হলুদের কিছুটা সুবিধা হয়ে যাবে।

এদিকে ম্যাচের শুরু থেকে ওড়িশারই প্রাধান্য ছিল। তবে মহামেডানও লড়াকু ফুটবল খেলেছে। গোটা ম্যাচে গোল লক্ষ্য করে ১৪টি শট নিয়েছেন মহামেডান ফুটবলাররা। তবে মাত্র দু’টি শট ছিল গোলে। দুই অর্ধে দু’টি সহজ সুযোগ নষ্ট করেছে মহামেডান। মোহনবাগান ম্যাচে লাল কার্ড দেখায় ডিফেন্ডার মুর্তাদা ফলকে এদিন পায়নি ওড়িশা। ছিলেন না হুগো বুমোসও। সুযোগ কাজে লাগিয়ে পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে পারেনি মহামেডান। ঘরের মাঠে আধিপত্য নিয়ে শুরু করেছিল লোবেরার দল। কিন্তু মহামেডান রক্ষণব্যূহ ভেঙে গোল করতে পারেনি ওড়িশা। রক্ষণে দুর্দান্ত খেলেছেন মহামেডানের ফরাসি সেন্টার ব্যাক ফ্লোরেন্ট ওগিয়ের। অন্তত দু’টি ক্ষেত্রে নিশ্চিত গোল বাঁচিয়ে ম্যাচের সেরা হয়েছেন।

এই ম্যাচে লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফেরেন মিরজালোল কাসিমভ। অ্যালেক্সিস গোমেজের সঙ্গে জুটি বেঁধে মহামেডান আক্রমণে নেতৃত্ব দেন তাঁরা। তবে অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলটাই পায়নি দল। দ্বিতীয়ার্ধে মনবীর সিংকে তুলে রবি হাঁসদাকে নামান কোচ মেহরাজউদ্দিন। কিন্তু ওড়িশা বক্সের কাছে গিয়ে উদ্দেশ্যহীন শট মেরে সুযোগ হারিয়েছেন রবি, রেমসাঙ্গারা।

আরও পড়ুন- অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বাড়তি সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া, অভিযোগে ক্ষুব্ধ ভারতের এই প্রাক্তন ক্রিকেটার

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version