Thursday, August 21, 2025

রানি শিরোমণিকে সিলেবাসে অন্তর্ভুক্তির বিষয়ে মানস-কুণালের প্রস্তাব মুখ্যমন্ত্রীকে জানাবেন: ব্রাত্য

Date:

Share post:

রানি শিরোমণিকে পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্তি যাতে করা যায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন। তাঁর সঙ্গে কথা বলে সিলেবাস কমিটির কাছে পাঠাবেন। শুক্রবার, শালবনী নেতাজি স্টেডিয়ামে ৪০ তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনায় একথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাত্য বসু। ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল, মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiya), শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত ও জেলাশাসক খুরশেদ আলি কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়করা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

এদিন, ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, রানি শিরোমণিকে পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্তি যাতে করা যায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিলেবাস কমিটির কাছে পাঠাব। এ বিষয়ে আমাকে সবং-এর বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইয়াও বেশ কয়েকবার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে আমার দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh) বিষয়টি বেশ কয়েকবার উপস্থাপন করেছিলেন। আমি সর্বতোভাবে চেষ্টা করব যাতে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত চুয়াড় বিদ্রোহের সূচনাকালে রানি শিরোমণির গড়কে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায়।

ব্রাত্য কথায়, আগের থেকে জঙ্গলমহলের পরিবেশ অনেকটাই ভালো হয়েছে। এখান থেকে অনেকে ফুটবলে চান্স পেয়ে কলকাতা এবং দেশের হয়ে খেলছে। আমরা চাইব জঙ্গলমহল এলাকার থেকে আগামী দিনে আরও খেলোয়াড় রাজ্যস্তরে উঠে আসবে।

মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, জঙ্গলমহলে আগের থেকে অনেক খেলাধুলোর মান উন্নয়ন ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। পাশাপাশি যুব দফতরের পক্ষ থেকেও বিশেষ ফান্ড দিয়ে অনেক বিদ্যালয়ে বিদ্যালয়ে ইনডোর স্টেডিয়ামও তৈরি করা হয়েছে।
আরও খবরডিভোর্স মামলায় স্বস্তি মিলল না রত্নার, আলিপুর আদালতকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার নেতাজি ইনডোরে দলীয় কর্মিসভার পর ভোটার লিস্ট পরিষ্কারের কমিটিতে ব্রাত্য বসুকে দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেকোনও সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব। যদি বলেন পার্টি অফিস ঝাঁট দিতে তাই করব। সেই সঙ্গে তিনি বলেন, মানস দাও হয়তো সেটাই করবেন।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...