Friday, January 2, 2026

রানি শিরোমণিকে সিলেবাসে অন্তর্ভুক্তির বিষয়ে মানস-কুণালের প্রস্তাব মুখ্যমন্ত্রীকে জানাবেন: ব্রাত্য

Date:

Share post:

রানি শিরোমণিকে পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্তি যাতে করা যায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন। তাঁর সঙ্গে কথা বলে সিলেবাস কমিটির কাছে পাঠাবেন। শুক্রবার, শালবনী নেতাজি স্টেডিয়ামে ৪০ তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনায় একথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাত্য বসু। ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল, মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiya), শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত ও জেলাশাসক খুরশেদ আলি কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার-সহ প্রাথমিক শিক্ষা সংসদের বিভিন্ন আধিকারিক ও বিধায়করা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক স্তরে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে রাজ্য স্তরের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।

এদিন, ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, রানি শিরোমণিকে পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্তি যাতে করা যায়, সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিলেবাস কমিটির কাছে পাঠাব। এ বিষয়ে আমাকে সবং-এর বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইয়াও বেশ কয়েকবার আবেদন জানিয়েছেন। সেই সঙ্গে আমার দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও (Kunal Ghosh) বিষয়টি বেশ কয়েকবার উপস্থাপন করেছিলেন। আমি সর্বতোভাবে চেষ্টা করব যাতে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত চুয়াড় বিদ্রোহের সূচনাকালে রানি শিরোমণির গড়কে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায়।

ব্রাত্য কথায়, আগের থেকে জঙ্গলমহলের পরিবেশ অনেকটাই ভালো হয়েছে। এখান থেকে অনেকে ফুটবলে চান্স পেয়ে কলকাতা এবং দেশের হয়ে খেলছে। আমরা চাইব জঙ্গলমহল এলাকার থেকে আগামী দিনে আরও খেলোয়াড় রাজ্যস্তরে উঠে আসবে।

মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, জঙ্গলমহলে আগের থেকে অনেক খেলাধুলোর মান উন্নয়ন ঘটেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। পাশাপাশি যুব দফতরের পক্ষ থেকেও বিশেষ ফান্ড দিয়ে অনেক বিদ্যালয়ে বিদ্যালয়ে ইনডোর স্টেডিয়ামও তৈরি করা হয়েছে।
আরও খবরডিভোর্স মামলায় স্বস্তি মিলল না রত্নার, আলিপুর আদালতকে দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার নেতাজি ইনডোরে দলীয় কর্মিসভার পর ভোটার লিস্ট পরিষ্কারের কমিটিতে ব্রাত্য বসুকে দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেকোনও সময় যে দায়িত্ব দেবে আমরা তা মাথা নত করে মেনে নেব। যদি বলেন পার্টি অফিস ঝাঁট দিতে তাই করব। সেই সঙ্গে তিনি বলেন, মানস দাও হয়তো সেটাই করবেন।

spot_img

Related articles

ঘরের মাঠে আইপিএল খেলবেন না যশস্বীরা, বিকল্প ভেন্যু বেছে নিল রয়্যালস ব্রিগেড

রাজস্থান ক্রিকেট সংস্থায় চলছে ডামাডোল। তার জেরেই আগামী আইপিএলে ঘরের মাঠে খেলবে না রাজস্থান রয়্যালস(Rajasthan Royals )। চলতি...

শর্তসাপেক্ষ অনুমতিতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ শুভেন্দুর

মালদার চাঁচলের কলমবাগানে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির তথাকথিত ‘পরিবর্তন সংকল্প সভা’। শুক্রবার সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা...

জঙ্গি তকমা! অভিমান নিয়ে অবসর ঘোষণা খোয়াজার

অভিমানকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট(international cricket) থেকে অবসর ঘোষণা করলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। সিডনি টেস্টের পরই ব্যাগি...

দিলীপ সক্রিয় হতেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট! সাইবার ক্রাইম থানায় অভিযোগ রিঙ্কুর

সক্রিয় রাজনীতিতে ফিরে আসতেই ফের বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর...