Thursday, August 21, 2025

ট্রাম্প প্রশাসনের গণছাঁটাইয়ের পরিকল্পনা রুখে দিল আমেরিকার আদালত

Date:

আমেরিকায় গণহারে কর্মীছাঁটাই আটকে দিল আদালত। ক্ষমতায় আসার পর থেকেই সরকারি দফতরে কর্মীসংখ্যা কমাতে উদ্যোগী হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁকে সমর্থন করেছেন এলন মাস্ক (Elon Musk)। কিন্তু দুই কর্তার পরিকল্পনা আপাতত আটকে দিল আমেরিকার আদালত। সম্প্রতি হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর থেকে আমেরিকার সমস্ত সরকারি কর্মীদের মেইল করে বলা হয় এক সপ্তাহের কাজের হিসাব দু’দিনের মধ্যে জমা দিতে হবে কর্মীদের। সেটা না হলে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। এরপরই ক্ষোভ বাড়তে থাকে মার্কিন মুলুকের সরকারি কর্মীদের মধ্যে। এবার সান ফ্রান্সিসকোর এক ফেডারেল বিচারক সংশ্লিষ্ট দফতরকে ছাঁটাইয়ের নির্দেশ প্রত্যাহার করতে বলেছেন বলে জানা যাচ্ছে।

ফেডারেলে কর্মীসংখ্যা কমানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্প। আমেরিকা সরকারের বাড়তি খরচ কমাতে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। ট্রাম্পের দফতরের এই নির্দেশ নিয়ে ক্ষোভ বাড়তে থাকে কর্মীদের মধ্যে। চাকরি হারানোর অনিশ্চয়তা তৈরি হয়। কর্মী ব্যবস্থাপনা দফতরের ইমেল পাওয়ার পর আমেরিকার বিভিন্ন সরকারি দফতরের প্রধানেরাই কর্মীদের মেইলের জবাব দিতে বারন করেন। এরপর থেকেই শুরু হয় ছাঁটাই। বিভিন্ন দফতর থেকে কয়েক হাজার শিক্ষানবিশ কর্মীকে চাকরি হারাতে হয় বলে অভিযোগ। মামলা গড়ায় আদালতে। বিচারক উইলিয়াম অ্যালসুপ জানান, আমেরিকার সরকারি কর্মীদের নিয়োগ এবং ছাঁটাইয়ের অধিকার রয়েছে কেবল সংশ্লিষ্ট দফতরের প্রধানদের। হোয়াইট হাউসের কর্মী ব্যবস্থাপনা দফতর এই সিদ্ধান্ত নিতে পারে না। তাই আপাতত ওই নির্দেশ প্রত্যাহার করতে হবে।

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version