Thursday, August 28, 2025

সরকারি চাকুরে হয়েও প্রোমোটিং ব্যবসা! নিয়ম মেনে বরখাস্ত করল কর্মিবর্গ দফতর

Date:

সরকারি চাকুরে হয়েও ব্যক্তিগত ব্যবসার সঙ্গে যুক্ত থাকা অপরাধ। এই কারণে বরখাস্ত করা হল এক সরকারি কর্মীকে (Government Employee)। প্রায় পাঁচ বছর ধরে তাঁর বিরুদ্ধে তদন্ত চলে। গত বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক ও কর্মিবর্গ দফতরের তরফে ওই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ওই সরকারি কর্মীর (Government Employee) নিজের নামে রেজিস্টার্ড কোম্পানি আছে। সেই সংস্থা জমি ও প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। ২০২০ সালের মার্চ মাসে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। ওই সরকারি কর্মীর নামে একটি নিজস্ব ট্রেড লাইসেন্স রয়েছে। পাঁচ বছর ধরে সব প্রমাণ জোগাড় করে পাহাড় বিষয়ক এবং স্বরাষ্ট্র দফতর। জানা যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যবসায়িক আর্থিক লেনদেন হয়েছে। ওই কর্মীকে আত্মপক্ষ সমর্থনের জন্য সব সুযোগ দেওয়া হয়। দু-বার শোকজ করা হয়।

দীর্ঘ তদন্তের পরে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসনিক ও কর্মিবর্গ দফতর। নিয়মানুযায়ী, সরকারি চাকুরিজীবীর ব্যক্তিগত কোনও ব্যবসার সঙ্গে যুক্ত থাকা অপরাধ। সেই কারণ দেখিয়েই ওই ব্যক্তিকে অপসারণ করা হয়েছে বলে সূত্রের খবর। ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন’-এর পরীক্ষা পাশ করেই ওই ব্যক্তি চাকরিতে যোগ দেন। সেই কারণে এই অপসারণের কথা ‘পাবলিক সার্ভিস কমিশন’-কেও জানানো হয়েছে।

তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলন, “এই ধরনের অনৈতিক এবং দুর্নীতিমূলক কাজের সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধে যেন কঠিন পদক্ষেপ নেওয়া হয়। সরকারি চাকরি করে কোনও রকম ব্যবসার সঙ্গে যুক্ত থাকা যায় না, এটা আমাদের কাজে যোগদানের সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হয়। আগামী দিনে যদি কেউ এই ধরনের দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তা হলে তাঁকেও যেন একই ভাবে শাস্তি দেওয়া হয়।“

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version