Friday, August 22, 2025

দলনেত্রীর নির্দেশের পরই অভিযান শুরু, ‘ভূতুড়ে’ ভোটার খুঁজতে দুয়ারে ফিরহাদ

Date:

বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে ভূতুড়ে ভোটার ঢুকিয়েছে তালিকায়। একই এপিক নম্বরে একাধিক ভোটার। একই এপিক নম্বরে বাংলায় মিলেছে গুজরাটের ভোটারেরও হদিশ। নেতাজি ইনডোরের সাধারণ সভা থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিত করতে পথে নেমে পড়লেন মেয়র ফিরহাদ হাকিম। মানুষের দুয়ারে গিয়ে ভোটার কার্ড নিরীক্ষণ করেন তিনি। এদিন ভোটার তালিকা হাতে নিয়ে চেতলায় স্ক্রুটিনি করেন ফিরহাদ। বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকের ভোটার কার্ড খুঁটিয়ে দেখেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। ভবানীপুরেও পথে নেমে বাড়ি বাড়ি গিয়ে স্কুটিনি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

শুক্রবারই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন ভবানীপুর থেকে ভোটার তালিকা স্ক্রুটিনি শুরুর কথা। হবে। সেইমতো শনিবার সকাল থেকে অভিযান শুরু হয়ে যায়। ভোটার তালিকায় মৃত কারও নাম রয়ে গিয়েছে নাকি বাড়ি বাড়ি গিয়ে তথ্য খতিয়ে দেখা হয়। ফিরহাদ হাকিম জানান, আরও একবার স্ক্রুটিনি করার পর নির্বাচন কমিশনের রিপোর্ট দেওয়া হবে। আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ পালন করে বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে সাহায্য করব। প্রকৃত ভোটারের ভোটে জিতে বিজেপির মুখোশ খুলে দেব আমরা। তাঁর কথায়, বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে। বাঙালি, অবাঙালি বিভেদ করে। ওরা কোনওদিন বাংলার বুকে দাঁত ফোটাতে পারবে না। ফিরহাদ বলেন, বিজেপি একটা একটা করে সব প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে। দেশের গণতান্ত্রিক পরিকাঠামো নষ্ট করে দিচ্ছে।

উল্লেখ্য, নেতাজি ইনডোরে তৃণমূলের সাধারণ সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ভোটার তালিকায় ‘ভূতুড়ে’ ভোটার ঢোকানো হয়েছে। একই এপিকের একাধিক ভোটার কার্ড নিয়েও ওইদিন ক্ষোভ উগরে দেন নেত্রী। ‘ভূতুড়ে’ ভোটার চিহ্নিতকরণে কমিটিও গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ভুতুড়ে ভোটার খুঁজতে তৎপর হয়ে অভিযান চালানোর নির্দেশ দেন নেত্রী।

আরও পড়ুন- সরকারি চাকুরে হয়েও প্রোমোটিং ব্যবসা! নিয়ম মেনে বরখাস্ত করল কর্মিবর্গ দফতর

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version