প্রকাশ্যে আদালত চত্বরে মহিলা আইনজীবীর উপর অ্যাসিড হামলা যোগীরাজ্যে! আটক দুই

ভয়ঙ্কর ঘটনা যোগীরাজ্যে! আদালতে চত্বরে প্রকাশ্যে মহিলা আইনজীবীর উপর অ্যাসিড হামলা দুই যুবকের! ঘটনায় গুরুতর আহত হন আইনজীবী। তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চলছে চিকিৎসা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ জেলার ঠাকুরদ্বারা তহশিলের আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। অভিযোগ, আইনজীবী শশীবালা আদালত চত্বরে আসতেই উপহার দেওয়ার নাম করে অ্যাসিড হামলা চালায় দুই যুবক। আর তাতেই আইনজীবীর পোশাক এবং শরীরের কিছু অংশ পুড়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। তবে কী কারণে অ্যাসিড হামলা চালায় ওই যুবকেরা তা এখন অস্পষ্ট। অভিযুক্ত দুই যুবক হলেন শচীন কুমার এবং নীতিন কুমার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দুই যুবক উত্তরাখণ্ডের বাসিন্দা। আর তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা লড়েছেন আইনজীবী শশীবালা। আর এবার তাঁর ওপরেই চলল হামলা।

আরও পড়ুন- BGBS এর প্রাপ্ত অৰ্থের বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে ফের বৈঠকে রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_