Sunday, August 24, 2025

৮ মার্চ থেকে অবাধ চলাচল সুনিশ্চিত করতে হবে: মনিপুর-বৈঠকে নির্দেশ শাহর

Date:

রাজ্যপালের কাছে অস্ত্র জমা দেওয়ার পরেও মনিপুরের পূর্ব ইম্ফলের ওয়াকান এলাকায় মেইতেইদের প্রার্থনারস্থলে কুকি জঙ্গিরা গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নিরাপত্তা বৈঠক থেকে আইনশৃঙ্খলার কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। ৮ মার্চ থেকে মনিপুরের রাস্তায় অবাধে সাধারণ মানুষ যেন চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দেন শাহ। তবে, বিরোধীদের অভিযোগ প্রথম থেকেই মনিপুর (Manipur) ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখতে কেন্দ্রের মোদি সরকার তাহলে এতো প্রাণহানি, এত মহিলার সম্মানহানি ঘটতো না।

মনিপুরে (Manipur) দেড় বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা জাতি সংঘর্ষে ২৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পরে এই প্রথম শনিবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন মনিপুরের রাজ্যপাল অজয়কুমার ভল্লা, সরকারি আধিকারিকে, সেনা ও আধাসেনার কর্তারা। উত্তর-পূর্বের ওই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহকে জানান সংশ্লিষ্ট আধিকারিকরা। কী ভাবে মনিপুরকে স্বাভাবিক ছন্দ ফেরানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দেন, ৮ তারিখের পরে কেউ রাস্তা আটকানোর চেষ্টা করলে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে।

কিছুদিন আগে ৩০০-র বেশি অস্ত্র সমর্পণ হয়েছে। এর মধ্যে মেইতেই গোষ্ঠী আরাম্বাই তেনগোলের তরফেই রাজ্যপাল অজয় কুমারের হাতে ২৪৬ টি অস্ত্র তুলে দেওয়া হয়। এরপরই মেইতেই মন্দির ‘কোংবা মারু’ মন্দিরে হামলা হয়। এই হামলা কুকি জঙ্গিরা ঘটিয়েছে বলে অভিযোগ। ৬ মার্চ বিকেল ৪টে পর্যন্ত অস্ত্র সমর্পণ করা যাবে বলে ঘোষণা করেছেন রাজ্যপাল। লুট হওয়া সরকারি অস্ত্র ও বেআইনি অস্ত্র সমর্পণের বিষয়ে নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়।
আরও খবরগাড়ির ধাক্কায় মৃত্যু তৃণমূল নেতার! খুনের অভিযোগ পরিবারের

বিরোধীদের অভিযোগ দেড়বছর অশান্তি এত প্রাণহানির পরে টনক নড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগে এই পদক্ষেপ করলে উত্তর-পূর্বের ওই রাজ্যে আরও আগে শান্তি ফেরানো যেত।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version