Sunday, August 24, 2025

২৪ ঘন্টার বেশি সময় ধরে লাগাতার বৃষ্টি। বিপর্যস্ত হিমাচল প্রদেশের কুলুর (Kullu) জনজীবন। একদিকে হড়পা বান (flash flood) ও ধসে বন্ধ হয়ে গিয়েছে কুলু সংযোগকারী জাতীয় সড়ক (National Highway) থেকে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি। অন্যদিকে বিদ্যুৎ ও পানীয় জলের চরম হাহাকার পর্যটন শহর কুলুতে।

গোটা হিমাচল প্রদেশ (Himachal Pradesh) জুড়েই শুক্র ও শনিবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল। কিন্তু পূর্বাভাসকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ভারী বৃষ্টি বিপর্যস্ত করে কুলু এলাকাকে। একাধিক জায়গায় প্রথমে ধস নামা শুরু হয়। পরে নদীতে হড়পা বানে বন্ধ হয়ে যায় একাধিক জাতীয় সড়ক।

প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত কুলুর (Kullu) গান্ধীনগর এলাকায় বহু গাড়ি হড়পা বানের (flash flood) তোড়ে ভেসে যায়। আবার বানের বয়ে আনা কাদায় (mud) ডুবে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িসহ পার্শ্ববর্তী এলাকার দোকানপাট। প্রশাসনের তরফ থেকে বাসিন্দাদের বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ জারি করা হয়।

তবে এখানেই শেষ নয়। রাতে ফের ভারী বৃষ্টিতে কুলু (Kullu) জেলা সদরের চারপাশ থেকে প্রবল ধস নামতে শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে পর্যটকদের কুলুতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় ৩ নম্বর ও ৩০৫ নম্বর জাতীয় সড়ক (National Highway-3, 305) সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। মাটি কাদায় বন্ধ হয়ে যায় মানালি (Manali) সংযোগকারী রাস্তাও। শনিবার সকাল পর্যন্ত বৃষ্টির কারণে কার্যত কাদায় ভরে যাওয়া গান্ধীনগর, শাস্ত্রীনগর এলাকায় উদ্ধারকাজ প্রবলভাবে ব্যহত হয়।

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version