Friday, August 22, 2025

মেয়েকে বিষ, আত্মঘাতী মা! মধ্যমগ্রামে মা-মেয়ের মৃত্যুর কারণ খুঁজছে পরিবার

Date:

সংসারে অশান্তি নেই। সন্তানকে নিয়ে সুখী পরিবার। প্রতিবেশীদের সঙ্গেও সুসম্পর্ক। সেই গৃহবধূ ও তাঁর পাঁচ বছরের সন্তানের দেহ উদ্ধারের (body recovery) ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে (Madhyamgram)। শুক্রবার বিকালে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধারের পরে মৃত্যু নিয়ে ধন্দে পরিবারও। ঘটনায় তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। আত্মহত্যা না খুন খতিয়ে দেখা হচ্ছে।

মধ্যমগ্রামের (Madhyamgram) দোহাড়িয়া শৈলেশ নগরের বাসিন্দা মধুমিতা রায় স্বামী ও পাঁচ বছরের সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। সাত বছরের দাম্পত্য জীবনে অশান্তি ছিল না বলেই দাবি প্রতিবেশী ও পরিবারের লোকেদের। স্থানীয় পিচ-বোর্ড কারখানার কর্মী সুমন রায় শুক্রবার অন্যদিনের মতোই কাজে বেরিয়ে যান। দুপুর ৩টে নাগাদ ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে কথাও হয়। সন্ধ্যার দিকে স্ত্রীকে ফোনে না পেয়ে প্রতিবেশী একটি দোকানে ফোন করেন সুমন।

এরপরই ওই বাড়ির অন্য ভাড়াটিয়া ও মালিক দরজা ভেঙে মধুমিতা ও তাঁর কন্যা প্রশংসার রক্তাক্ত দেহ দেখতে পায় মেঝেতে। ঘরে বিষ (poison) পাওয়া যায়। সেই সঙ্গে মধুমিতার গায়ে কেরোসিন (kerosene) ঢালা ছিল বলেও জানা যায়। তবে কীভাবে মৃত্যু তা ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছে না পুলিশ।

পরিবারের দাবি, শুক্রবারই সুমনকে একটি মেসেজ করেছিলেন মধুমিতা। যেখানে মধুমিতার বয়ানে দাবি করা হয়েছে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। যদিও কাজের চাপে মেসেজ দেখেননি বলে দাবি সুমনের। পুলিশ মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠিয়ে সুমনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Related articles

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...
Exit mobile version