Friday, November 14, 2025

আচমকা তুষার ধসে শুক্রবার ভোরে বিপর্যস্ত বদ্রীনাথ (Badrinath) ধাম। বদ্রী থেকে সীমান্তে যাওয়ার মাঝে মানা গ্রাম এলাকায় প্রবল ধস (avalanche) নামে। ধসের জেরে আটকে পড়েন ওই এলাকায় রাস্তা তৈরিতে যুক্ত শ্রমিকরা। দ্রুত উদ্ধার কাজে হাত লাগায় ভারতীয় সেনা, বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) যৌথভাবে। শনিবার সকাল পর্যন্ত সেখান থেকে উদ্ধার (rescue) করা সম্ভব হয় ৪৭ জনকে।

বদ্রী থেকে মানা (Mana) গ্রাম হয়ে ভারত-চিন সীমান্তে রাস্তা তৈরীর কাজ চালাচ্ছিল বর্ডার রোড অর্গানাইজেশন। ইতিমধ্যেই বিগত কয়েকদিন ধরে চামোলী এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। অন্যদিকে মানা গ্রাম ও অলকানন্দা নদীর উৎস সংলগ্ন এলাকায এমনিতেই অনেকটা ধসপ্রবণ (avalanche prone)। শুক্রবার সকালে সেখানে বিরাট তুষার ধস (avalanche) নামে।

তুষারধসের (avalanche) জেরে বিআরও-র (BRO) সঙ্গে কাজ করা ৫৫ জন শ্রমিক আটকে পড়েন। গোটা এলাকা প্রায় সাত ফুট বরফের চাদরে ঢেকে যায়। সকাল আটটা থেকে উদ্ধার কাজ শুরু করে সেনাবাহিনী। শুক্রবার দিনভর চেষ্টায় উদ্ধার করা যায় ২২ জন শ্রমিককে। শুক্রবার রাতেও জারি থাকে উদ্ধারকাজ। শনিবার সকাল পর্যন্ত আরও ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয় বলে জানায় ভারতীয় সেনা। পাঁচটি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারের সাহায্যে তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বাকি আটজনকে উদ্ধারে তৎপরতা জারি সেনাবাহিনীর।

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version