Thursday, August 21, 2025

মেয়েকে বিষ, আত্মঘাতী মা! মধ্যমগ্রামে মা-মেয়ের মৃত্যুর কারণ খুঁজছে পরিবার

Date:

সংসারে অশান্তি নেই। সন্তানকে নিয়ে সুখী পরিবার। প্রতিবেশীদের সঙ্গেও সুসম্পর্ক। সেই গৃহবধূ ও তাঁর পাঁচ বছরের সন্তানের দেহ উদ্ধারের (body recovery) ঘটনায় চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে (Madhyamgram)। শুক্রবার বিকালে দুজনের রক্তাক্ত দেহ উদ্ধারের পরে মৃত্যু নিয়ে ধন্দে পরিবারও। ঘটনায় তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। আত্মহত্যা না খুন খতিয়ে দেখা হচ্ছে।

মধ্যমগ্রামের (Madhyamgram) দোহাড়িয়া শৈলেশ নগরের বাসিন্দা মধুমিতা রায় স্বামী ও পাঁচ বছরের সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন। সাত বছরের দাম্পত্য জীবনে অশান্তি ছিল না বলেই দাবি প্রতিবেশী ও পরিবারের লোকেদের। স্থানীয় পিচ-বোর্ড কারখানার কর্মী সুমন রায় শুক্রবার অন্যদিনের মতোই কাজে বেরিয়ে যান। দুপুর ৩টে নাগাদ ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে কথাও হয়। সন্ধ্যার দিকে স্ত্রীকে ফোনে না পেয়ে প্রতিবেশী একটি দোকানে ফোন করেন সুমন।

এরপরই ওই বাড়ির অন্য ভাড়াটিয়া ও মালিক দরজা ভেঙে মধুমিতা ও তাঁর কন্যা প্রশংসার রক্তাক্ত দেহ দেখতে পায় মেঝেতে। ঘরে বিষ (poison) পাওয়া যায়। সেই সঙ্গে মধুমিতার গায়ে কেরোসিন (kerosene) ঢালা ছিল বলেও জানা যায়। তবে কীভাবে মৃত্যু তা ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছে না পুলিশ।

পরিবারের দাবি, শুক্রবারই সুমনকে একটি মেসেজ করেছিলেন মধুমিতা। যেখানে মধুমিতার বয়ানে দাবি করা হয়েছে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। যদিও কাজের চাপে মেসেজ দেখেননি বলে দাবি সুমনের। পুলিশ মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের (post mortem) জন্য পাঠিয়ে সুমনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version