গাড়ির ধাক্কায় তৃণমূল শ্রমিক নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার টিটাগড়ে (Titagarh)। প্রাথমিকভাবে গাড়ির ধাক্কায় (hit and run) মৃত্যু হলেও পরিবারের অভিযোগ পরিকল্পিত ভাবে খুন কর হায়েছে শ্রমিক নেতা হান্নান গাজিকে। ইতিমধ্যে অভিষেক নন্দী নামে তাঁর এক সঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে টিটাগড় থানার পুলিশ (Titagarh police)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড় থানার কালিয়ানিতে।

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (INTTUC) পলতা শহরের সভাপতি ছিলেন হান্নান গাজি। শুক্রবার রাতে রাতে শ্রমিক ইউনিয়নের কাজ সেরে পায়ে হেঁটে হান্নান বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর অভিষেক নন্দী নামে সংগঠনের এক সহকর্মী। বারাকপুর কালিয়ানি শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে আচমকা একটি চারচাকা গাড়ি হান্নানকে ধাক্কা মেরে (hit and run) পালিয়ে যায়। অভিষেকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। তড়িঘড়ি হান্নানকে উদ্ধার করে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সঙ্গী যুবক অভিষেক দাবি করেন, ‘আমরা দু’জন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আচমকা দেখি, গলি রাস্তার মধ্যে একটা চার চাকা গাড়ি (four wheeler) স্বাভাবিক গতিতে আসছে। আমাদের কাছাকাছি আসতে গাড়িটা হঠাৎ গতি বাড়িয়ে দেয়। হান্নান সাহেবকে ধাক্কা মেরে (hit and run) গাড়িটা পালিয়ে যায়। দুর্ঘটনা হলে আমরা দু’জনেই জখম হতাম। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাকে কোনও আঘাত করা হয়নি। গাড়িটা শুধু হান্নান সাহেবকে ধাক্কা মেরে পালিয়ে যায়।’

এরপরই পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত খুনের দাবি করা হয়। রাতেই পরিবারের লোকেরা টিটাগড় থানায় (Titagarh police station) খুনের অভিযোগ দায়ের করেছেন। দলীয় কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তের দাবি তুলেছে তৃণমূলও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বারাকপুরের পুলিশ কমিশনার (CP) অজয় ঠাকুর জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে। আশা করছি খুব শীঘ্রই সন্ধান পাওয়া যাবে। প্রাথমিক অনুমান গাড়ির ধাক্কায় মৃত্যু। তবে পরিবারের দাবিকেও মান্যতা দিয়ে আমরা তদন্ত করছি।
–

–

–

–

–

–

–
