Friday, November 21, 2025

গাড়ির ধাক্কায় মৃত্যু তৃণমূল নেতার! খুনের অভিযোগ পরিবারের

Date:

Share post:

গাড়ির ধাক্কায় তৃণমূল শ্রমিক নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগণার টিটাগড়ে (Titagarh)। প্রাথমিকভাবে গাড়ির ধাক্কায় (hit and run) মৃত্যু হলেও পরিবারের অভিযোগ পরিকল্পিত ভাবে খুন কর হায়েছে শ্রমিক নেতা হান্নান গাজিকে। ইতিমধ্যে অভিষেক নন্দী নামে তাঁর এক সঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে টিটাগড় থানার পুলিশ (Titagarh police)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড় থানার কালিয়ানিতে।

তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির (INTTUC) পলতা শহরের সভাপতি ছিলেন হান্নান গাজি। শুক্রবার রাতে রাতে শ্রমিক ইউনিয়নের কাজ সেরে পায়ে হেঁটে হান্নান বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর অভিষেক নন্দী নামে সংগঠনের এক সহকর্মী। বারাকপুর কালিয়ানি শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে আচমকা একটি চারচাকা গাড়ি হান্নানকে ধাক্কা মেরে (hit and run) পালিয়ে যায়। অভিষেকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। তড়িঘড়ি হান্নানকে উদ্ধার করে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সঙ্গী যুবক অভিষেক দাবি করেন, ‘আমরা দু’জন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আচমকা দেখি, গলি রাস্তার মধ্যে একটা চার চাকা গাড়ি (four wheeler) স্বাভাবিক গতিতে আসছে। আমাদের কাছাকাছি আসতে গাড়িটা হঠাৎ গতি বাড়িয়ে দেয়। হান্নান সাহেবকে ধাক্কা মেরে (hit and run) গাড়িটা পালিয়ে যায়। দুর্ঘটনা হলে আমরা দু’জনেই জখম হতাম। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাকে কোনও আঘাত করা হয়নি। গাড়িটা শুধু হান্নান সাহেবকে ধাক্কা মেরে পালিয়ে যায়।’

এরপরই পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত খুনের দাবি করা হয়। রাতেই পরিবারের লোকেরা টিটাগড় থানায় (Titagarh police station) খুনের অভিযোগ দায়ের করেছেন। দলীয় কর্মীর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তের দাবি তুলেছে তৃণমূলও। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বারাকপুরের পুলিশ কমিশনার (CP) অজয় ঠাকুর জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চলছে। আশা করছি খুব শীঘ্রই সন্ধান পাওয়া যাবে। প্রাথমিক অনুমান গাড়ির ধাক্কায় মৃত্যু। তবে পরিবারের দাবিকেও মান্যতা দিয়ে আমরা তদন্ত করছি।

spot_img

Related articles

এসআইআর–এর কাজে দুই বিএলও–র মৃত্যু! পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত রাজ্যের

এসআইআর–এর কাজ করতে গিয়ে দুই বুথ লেভেল অফিসারের (বিএলও) মৃত্যুতে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য...

SIR-এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার ‘চক্রান্ত’ বিজেপির! প্রতিবাদে শিবপুরে মিছিল-পথসভা তৃণমূলের

SIR প্রক্রিয়ায় যাতে একটিও বৈধ ভোটার বাদ না যান, সেই দাবিকে কেন্দ্র করে এবং SIR নিয়ে বিজেপির “চক্রান্ত”-এর...

শ্রম আইনগুলির সরলীকরণ-সুবিধাজনক করতে ৪টি শ্রমবিধি রূপায়ণের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। চারটি শ্রমবিধি (Labour Laws) রূপায়ণ ঘোষণা। বিধিগুলি হল মজুরি বিধি ২০১৯, শিল্প সম্পর্ক বিধি...

সুপার ওভারে নাটকীয় ম্যাচ, বৈভবের দুরন্ত ইনিংসেও ভারতের স্বপ্নভঙ্গ

ক্রিকেটের পর ফুটবল, ফের বাংলাদেশের কাছে হার ভারতের।  এশিয়া রাইজিং স্টার্স কাপ ২০২৫(Rising Stars Asia Cup 2025) থেকে...