কমিশনের সাফাইতে বিশ্বাস নেই: বুথভিত্তিক স্ক্রুটিনি চালিয়ে যাবে তৃণমূল

মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ সত্য বলে প্রমাণিত হল। চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এখন ড্যামেজ কন্ট্রোলে (damage control) নামছে কেন্দ্রের নির্বাচন কমিশন (ECI)

চোখে আঙুল দিয়ে রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দেখিয়ে দিয়েছেন কীভাবে ভোটার তালিকায় কারচুপি চালিয়েছে কেন্দ্রের নির্বাচন কমিশন (Election Commission of India)। দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে ভুলগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে এই চক্রান্ত থেকে বাংলাকে রক্ষা করতে বুথভিত্তিক স্ক্রুটিনি (scrutiny) করার নির্দেশ দিয়েছেন দলীয় নেতা কর্মীদের। তারপরই রাতারাতি সাফাইয়ের পথে নেমেছে নির্বাচন কমিশন। বিবৃতি জারি করে ভুল স্বীকার করার পাশাপাশি ভোটারদের নিশ্চয়তা দেওয়ারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রের এই ‘ড্যামেজ কন্ট্রোল’-এর ফাঁদে পা দেবে না রাজ্যের শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, কমিশনের বিবৃতিতে সন্তুষ্টির জায়গা নেই। স্ক্রুটিনি চালিয়ে যাওয়ারই নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

নির্বাচন কমিশনের বিবৃতির পরেই সেই সাফাইকে ড্যামেজ কন্ট্রোল দাবি কুণাল ঘোষের। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ সত্য বলে প্রমাণিত হল। চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার পর এখন ড্যামেজ কন্ট্রোলে (damage control) নামছে কেন্দ্রের নির্বাচন কমিশন (ECI)। একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক, সেকথা মান্যতা পেল। এটা হল কী করে, তার সদুত্তর নেই।

সেই সঙ্গে নির্বাচন কমিশনের এই সাফাই ও তার প্রতিকারে কোনও আস্থা তৃণমূলের নেই, সেকথা স্পষ্ট করে কুণাল জানান, সব ফাঁস হয়ে যেতে কমিশন কিছু পদক্ষেপ নেবে বলেছে। কিন্তু আমরা ওদের কথায় বিশ্বাস/নির্ভর করব না। দলনেত্রীর নির্দেশমত ভোটার তালিকার বুথভিত্তিক, ঠিকানাভিত্তিক স্ক্রুটিনি পুরোপুরি চলবে। কমিশনের যে খবরই সংবাদমাধ্যমে থাকুক, সন্তুষ্ট হবার কারণ নেই। নেত্রীর নির্দেশমত স্ক্রুটিনির কাজ চলবে।

দিল্লি নির্বাচনের পরে বিজেপির রাজ্য নেতৃত্বরা এমন ভাব দেখিয়েছিলেন যেন এবার বাংলা দখল হয়েই গিয়েছে। তা যে আদতে কোনও দিন বহিরাগত বিজেপির পক্ষে সম্ভব নয়, তা ভুয়ো ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপেই স্পষ্ট। সেই উদাহরণ তুলে ধরে কুণাল এদিন স্পষ্ট করে দেন, এটা বাংলার মাটি। মহারাষ্ট্র, দিল্লির চক্রান্ত এই মাটিতে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ওদের সব ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেওয়া হবে। এখন আমাদের কাজ প্রতি বুথে, প্রতি ঠিকানায় ভোটার তালিকা মিলিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া।