Monday, November 3, 2025

কেরললে হারিয়ে রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ, ব্যাট হাতে দাপট করুণ নায়ারের

Date:

রঞ্জিট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভ। এদিন কেরলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ড্র করে করুণ নায়ার, দানিশ মালেওয়ারেরা। তবে ড্র করলেও , প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে রঞ্জি চ্যাম্পিয়ন হয় বিদর্ভ। এই জয়ের ফলে টানা তিনবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল তারা। ম্যাচে ব্যাট হাতে দাপট করুণ নায়ারের। প্রথম ইনিংসে ৮৬ এবং দ্বিতীয় ইনিংসে করেন ১৩৫। ব্যাট হাতে দাপট দেখান দানিশও। প্রথম ইনিংসে ১৫৩ পাশাপাশি দ্বিতীয় ইন ইংসে করেন ৭৩।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ৩৭৯ রান করে বিদর্ভ। ব্যাট হতে দাপট দেখান দানিশ মালেওয়ার। তিনি করেন ১৫৩ রান। করুণ করেন ৮৬ রান। যশ ঠাকুর করেন ২৫ রান। ৩২ রান করেন নভহিকেত। প্রথম ইনিংসে বিদর্ভের হয়ে সেরকম কেউ আর রান করতে পারেনি। চলতি মরশুমে বিদর্ভের হয়ে স্বপ্নের ফর্মে রয়েছেন করুণ। ফাইনালেও সেই ফর্ম বজায় থাকল। কেরলের হয়ে বল হাতে তিনটি করে উইকেট নিদেশ, ইডেনের। দুটি উইকেট বাসিলের। একটি উইকেট জলজ সাক্সেনাই।

জবাবে ব্যাট করতে নেমে ৩৪২ রানে শেষ হয়ে যায় কেরলের ইনিংস। ৩৭ রানের লিড পায় বিদর্ভ। কেরলের হয়ে লড়াই করেন সচিন বেবি । ৭৯ রান করেন আদিত্য সারওয়াটে। ৩৭ রান করেন আহমেদ ইমরান। বিদর্ভের হয়ে তিনটি করে উইকেট নেন দর্শন, হর্ষ দুবে এবং পার্থ। একটি উইকেট যশ ঠাকুরের।

দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভাল করে বিদর্ভ। ১৩৫ রান করেন করুণ নায়ার। এর সুবাদে চলতি মরশুমে নবম শতরান করেন তিনি। দানিশ করেন ৭৩ রান।দর্শন নালকাণ্ডে করেন ৫১ রান। বিদর্ভকে দ্বিতীয় ইনিংসে অলআউট করতে পারেনি কেরল। বিদর্ভের রান যখন ৯ উইকেট হারিয়ে ৩৭৫, তখন দুই দল খেলা শেষ করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় বিদর্ভ।

আরও পড়ুন- মুম্বইয়ের সঙ্গে ড্র করে কী বললেন মোলিনা ?

Related articles

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...
Exit mobile version