শীত শেষের বৃষ্টি থেকে মুক্তি, জেনে নিন কেমন থাকবে আবহাওয়া

অসমে (Assam) তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামবে। তবে সপ্তাহের শেষে ফের পারদ ওঠা শুরু করবে

হালকা শীতের আমেজে বাড়তি পাওনা হয়েছিল উত্তরের জেলাগুলির বৃষ্টি। তবে সোমবার থেকে আর সেই বৃষ্টির পূর্বাভাস (forecast) থাকছে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। যদিও অসমে (Assam) তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বাংলায় এখনই প্রবল দাবদহের পূর্বাভাসও নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

গত সপ্তাহে উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের (snowfall) জেরে দক্ষিণেও তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করে। সর্বনিম্ন তাপমাত্রাও ২২ ডিগ্রির কাছাকাছি ছিল। তবে এই সপ্তাহে বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা ওঠানামা করবে দক্ষিণ বঙ্গে।

অসমে (Assam) তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামবে। তবে সপ্তাহের শেষে ফের পারদ ওঠা শুরু করবে বলেও পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।