Saturday, December 20, 2025

গুণমানের পরীক্ষায় ফেল করল হাইপারটেনশন-এলার্জিসহ ১৪৫টি ওষুধ!

Date:

Share post:

সুস্থ হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ মত ওষুধ খাচ্ছেন? কিন্তু ওষুধের মধ্যেই যদি থাকে ভেজাল! সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) পরীক্ষায় প্রেসার 6 (Hypertention), এলার্জি, বমিসহ একাধিক সমস্যায় ব্যবহৃত প্রায় ১৪৫টি ওষুধ ডাহা ফেল করেছে। অর্থাৎ এতদিন ধরে সুস্থ হবেন ভেবে আপনি যে ওষুধ খাচ্ছিলেন তার কারণেই আপনাকে সব থেকে বেশি অসুস্থতার মধ্যে থাকতে হয়েছে। চাঞ্চল্যকর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো উদ্বিগ্ন চিকিৎসক মহল।

কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে পরীক্ষা হওয়া ১৪৫টি ওষুধের মধ্যে ৯৩টি ওষুধকে ‘প্রত্যাশিত গুণমানের নয়’ বলে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন রাজ্যের ল্যাবে। এছাড়াও গুণমানের পরীক্ষায় ৫২টি ওষুধকে ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ বলা হয়েছে কেন্দ্রের বিভিন্ন ল্যাবে। বাজারে যে সমস্ত ওষুধ রয়েছে তাদের গুণগত মান যাচাই করার জন্য প্রতি মাসে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন সিডিএসসিও-র (CDSCO ) আধিকারিকরা। সেই রিপোর্ট সামনে আসতেই চক্ষুচড়কগাছ চিকিৎসকদের। তালিকায় রয়েছে টেলমা এএম (ব্যাচ নম্বর ৫২৪০৩৬৭) ও অন্ডেম-৪ (ব্যাচ নম্বর ২৪৪৪১৪৫১)। এছাড়াও রয়েছে শিলিগুড়ির সংস্থা ‘ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস’-এর রিঙ্গার্স ল্যাকটেটের (স্যালাইন) নামও। ফেল-করা বিভিন্ন ব্যাচের ওষুধ এবং স্কিন কেয়ার প্রোডাক্ট গুলি তৈরি হয়েছে মূলত হিমাচল প্রদেশের সোলান, বাদ্দি, কসউলি, কাংড়া, উত্তরাখণ্ডের রুরকি, দেরাদুন, পদুচেরি, তামিলনাড়ুর শ্রীনিবাসপুরম, চেন্নাই , হরিয়ানার যমুনানগর, গুজরাটের সুরেন্দ্রনগর, রাজকোট, মহারাষ্ট্রের পালঘর, জম্মু , মধ্যপ্রদেশের ইন্দোর, অন্ধ্রপ্রদেশের কুরনুল, মুম্বই , বেঙ্গালুরু, হায়দরাবাদ, পঞ্জাবের মোহালি, অমৃতসর , সিকিমের নামচি, তিরুঅনন্তপুরম, চিনের গুআংঝাউ-এর বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী সংস্থার কারখানায়।এরাজ্যে ড্রাগ টেস্টিং ল্যাবের পরীক্ষায় ফেল টেলমিসারটান, (হার্টের সমস্যায় রোগীদের রোগীদের দেওয়া হয়), অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভিউনেট। এছা এছাড়াও রয়েছে রিজেন্ট অজন্তা বায়োটেকের অ্যাসিক্লোফেনাক এবং ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট (১০০ এমজি/৮০ এমজি), জ্যাকসন ল্যাবরেটরিজের বিটাহিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড ট্যাবলেট আইপি ( Betahox 8), উইংস বায়োটেকের তৈরি প্যারাসিটামল, সেটিরিজিন হাইড্রোক্লোরাইড এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট।

 

spot_img

Related articles

শনির সকালে শীতের হালকা শিরশিরানি, কুয়াশার দাপট জেলায় জেলায় 

বড়দিনের আগে নিজের চরিত্র বদল করেছে শীত। যাকে ঠান্ডা পড়ার আশা জাগিয়েও বছরের শেষ মাসের মাঝামাঝির সময় উর্ধ্বমুখী...

বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতায় মোদি, ‘ড্যামেজ কন্ট্রোলে’ দুপুরে সভা তাহেরপুরে!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (Assembly Election) কথা মাথায় রেখে বঙ্গে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের ডেলি প্যাসেঞ্জারি শুরু। বিজেপি নেতা...

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু, ব্যাহত উত্তর-পূর্বের ট্রেন চলাচল

ট্রেনের ধাক্কায় আট হাতির মর্মান্তিক মৃত্যু (Elephant deaths in train accident))! ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাতে অসমের হোজাই জেলায়।...

তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৩, ঘটনাস্থলে রেলের আধিকারিকরা 

শনির সকালে ট্রেন দুর্ঘটনার খবর নদিয়ার তাহেরপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু...