Monday, November 10, 2025

মদ্যপ চালকের অসভ্যতা, আইন নিজের হাতে তুলে পেটালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যা!

Date:

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহান্তর মেয়ে এমএলএ হোস্টেলের (MLA Hostel) ভিতরে এক গাড়ি চালককে মারধর করলেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই হৈচৈ পড়ে যায়। সাফাই হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী কন্যা প্রজয়িতা কাশ্যপ দাবি করেন মদ্যপ অবস্থায় বারবার বিরক্ত করার কারণে তিনি ওই গাড়িচালককে (driver) এই শাস্তি দেন। যদিও পুলিশের দ্বারস্থ না হয় আইন নিজের হাতে কেন তুলে নিলেন, এ নিয়ে কোন ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

অসমের (Assam) দিশপুরে নিরাপত্তা ঘেরা এমএলএ হোস্টেলের (MLA hostel) ভিতরের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় প্রজয়িতা কাশ্যপ এক ব্যক্তিকে পরপর চড় মারছেন। সেই ব্যক্তি হাঁটু মুড়ে তাঁর সামনে কান ধরে বসে রয়েছেন। মারধরের ভিডিও ভাইরাল হতেই সরব হয় নেটিজেনরা। এরপরই কাশ্যপ নিজের হয়ে সাফাই দিতে উঠে পড়ে লাগেন।

প্রজয়িতা কাশ্যপের দাবি, ওই ব্যক্তি তাঁদের দীর্ঘদিনের গাড়ি চালক (driver)। বারবার সে মদ্যপ অবস্থায় গাড়ি চালায় এবং বাড়ির লোকেদের প্রতি বিরূপ মন্তব্য করে। ফের একবার মদ্যপ অবস্থায় বাড়ির দরজায় ধাক্কা মারলে তিনি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য চরম পথ বেছে নেন।

অসমের (Assam) দুবারের মুখ্যমন্ত্রী প্রফুল্ল মোহন্তর (Prafulla Kumar Mohanta) মেয়ের একজন নাগরিকের প্রতি এই ধরনের ব্যবহার, যেমন একদিকে তাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, তেমনই বিধানসভার সদস্য না হয়েও কিভাবে এমএলএ হোস্টেলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কন্যা ও তার পরিবার বসবাস করছে তা নিয়েও উঠেছে প্রশ্ন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version