চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল, ন২৬৪ রান অজিদের, জয়ের জন্য টিম ইন্ডিয়ার প্রয়োজন ২৬৫

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহারণ। সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৬৪ রান করল অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক স্টিভ স্মিথ এবং অয়ালেক্স ক্যেরির। ৭৩ রান করেন স্মিথ। ক্যেরি করেন ৬১ রান। ভারতের ফাইনালে পৌঁছাতে প্রয়োজন ২৬৫ রান। বল হাতে তিন উইকেট মহম্মদ শামি।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক স্টিভ স্মিথ এবং অয়ালেক্স ক্যেরির। ৭৩ রান করেন স্মিথ। ক্যেরি করেন ৬১ রান। শামির বলে বোল্ড হন তিনি। ৩৯ রান করেন ট্রাভিস হেড। শূন্যরান করেন কোপার। ২৯ রান করেন লাবুশানে। ১১ রান করেন ইংলিশ। ৭ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের হয়ে তিনটি উইকেট মহম্মদ শামির। দুটি করে উইকেট বরুণ চক্রবর্তী এবং রবিন্দ্র জাদেজার। একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল ।

আরও পড়ুন- সেমিতে অজিদের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে টিম ইন্ডিয়া , কিন্তু কেন ?