Friday, May 16, 2025

পানাগড়-মৃত্যুকাণ্ডে নয়া মোড়! বারবার বয়ান বদলে গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক

Date:

Share post:

যতদিন যাচ্ছে তত নয়া মোড় নিচ্ছে পানাগড়ে (Panagarh) তরুণী মৃত্যুর ঘটনা। প্রথমে যেটিকে শ্লীলতাহানির অভিযোগ বলা হচ্ছিল, সেটাই এখন গাড়ির রেষারেষিতে দুর্ঘটনায় মৃত্যু বলে মনে করা হচ্ছে। আর সেই অভিযোগে এখন গ্রেফতার হলেন মৃতা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (Sutandra Chatterjee) গাড়িচালক রাজদেও শর্মা। সুতন্দ্রার মায়ের অভিযোগে সোমবার রাতে কাঁকসা থানার পুলিশ ভদ্রেশ্বর থেকে তাঁকে গ্রেফতার করে। এর আগে অপর গাড়ির চালক বাবলু যাদবকে গ্রেফতার করে পুলিশ (Police)।

২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার, নৃত্যশিল্পী সুতন্দ্রা। সুতন্দ্রার (Sutandra Chatterjee) সহযাত্রীদের অভিযোগ ছিল, একটি সাদা গাড়ি করে কয়েকজন মত্ত যুবক সুতন্দ্রাদের নীল গাড়িটিকে তাড়া করে। বার বার ধাক্কা দেন। তার জেরেই গাড়ি উল্টে মৃত্যু হয় নৃত্যশিল্পীর। কিন্তু পুলিশের কাছে এই বয়ান দেননি তাঁরা। শুধু তাই নয়, সিসিক্যামেরা ফুটেজে দেখা যায়, সাদা গাড়িকেই তীব্র বেগে তাড়া করছিল সুতন্দ্রাদের গাড়ি।

পুলিশ CCTV ফুটেজ প্রকাশ করার পরেই ফের বয়ান বদল করেন সুতন্দ্রার গাড়িচালক রাজদেও। বলেন, ম্যাডামের কথাতেই তীব্র বেগে গাড়ি ছুটিয়েছিলেন তিনি। তার জেরেই দুর্ঘটনা।

প্রথম থেকেই ‘ইভটিজিং’-এর তথ্য খারিজ করে পুলিশ। রেষারেষির কারণেই গাড়ি দুর্ঘটনা বলে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে দাবি করেন পুলিশ সুপার। এর পর আরও ফুটেজ প্রকাশ্যে আনে পুলিশ। তখন রাজদেও দাবি করেন, “সাদা গাড়িটা প্রথমে আমাদের গাড়িতে ধাক্কা দেয়। তখন ম্যাডামই বলেছিল ওই গাড়িটার পিছনে ধাওয়া করতে। জাতীয় সড়ক ছেড়ে লোকাল রোডে নেমে যায় ওদের গাড়িটা। ম্যাডামের কথায় আমি লোকাল রোডে গাড়ি নামাই। গাড়ির গতিবেগ প্রায় ১০০ ছিল। আমি সামলেই নিতাম। কিন্তু ওই টয়লেটটায় ধাক্কা লেগে উল্টে গিয়েছিল আমাদের গাড়িটা।“
আরও খবরট্যাংরার ছায়া হালতুতে! একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বার বার বয়ান বদল করায় সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় ১ মার্চ চন্দননগর থানায় অভিযোগ দায়ের করে বলেন, সুতন্দ্রা এবং বাবলুর গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের সকলকেই তদন্তের আওতায় আনা হোক। তাঁর অভিযোগের ভিত্তিতেই ভদ্রেশ্বরের দাস পাড়া থেকে রাজদেওকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিএনএস-এর ১০৫,১২৫(এ), ২৮১,৩২৪(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।

spot_img

Related articles

NRI কোটায় মেডিক্যালে ভর্তি মামলায় প্রায় চব্বিশ কোটি টাকার জালিয়াতি!

ভুয়ো এনআরআই (NRI) কোটায় মেডিক্যালে ভর্তির মামলার তদন্তে ২৩ কোটি ৬৭ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট...

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...