ভিনগ্রহের প্রাণের সন্ধান দেবে কলকাতা! নাসার নজর শহরের পাথরে

সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) আধিকারিকদের দাবি, এই সংগ্রহালয়ে এমন একটি পাথর রয়েছে যার মধ্যে কার্বনের (carbon) সঙ্গে জলের অণুর মিশ্রণ

মহাকাশের অজানা ঠিকানা থেকে ছুটে উল্কায় (meteor) কত গ্রহ বা উপগ্রহের তথ্য লুকিয়ে থাকে। আর সেই সব উল্কার পাথর সযত্নে সংগ্রহ করে রেখেছে কলকাতার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) সংগ্রহালয়। এবার মহাকাশে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব খুঁজে পেতে সেই সংগ্রহালয়ের দ্বারস্থ নাসা (NASA)। এই সংগ্রহালয়েই নাকি এমন এক পাথর রয়েছে, যা জানান দিচ্ছে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের।

পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব শুনলেই এলিয়েনের কথা মনে পড়ে। তবে ঠিক এলিয়েন (elien) না হলেও জলের অস্তিত্বের সঙ্গেই প্রাণের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। সেই জলের অস্তিত্বের প্রমাণই বহন করছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) উল্কা সংগ্রহালয়। সেই পাথর নিয়ে গবেষণা শুরু করল নাসা।

সার্ভে অফ ইন্ডিয়ার (GSI) আধিকারিকদের দাবি, এই সংগ্রহালয়ে এমন একটি পাথর রয়েছে যার মধ্যে কার্বনের (carbon) সঙ্গে জলের অণুর মিশ্রণ। সেই সঙ্গে জৈব পদার্থের অস্তিত্বেরও প্রমাণ মিলেছে বলেই নাসা এই পাথর নিয়ে এখন গবেষণায় আগ্রহী। ২০১৭ সালের তারাখসা-য় রাজস্থান (Rajasthan) থেকে সংগ্রহ করা এই পাথর নিয়ে গবেষণা বদলে দিতে পারে মহাবিশ্বের প্রাণের সংজ্ঞা।

যদিও এই পাথরের খণ্ড কোন গ্রহ থেকে এসেছে তা এখনও নির্ণয় করতে পারেননি গবেষকরা। তবে তাঁদের গবেষণা সফল হলে পৃথিবী ছাড়াও ভিনগ্রহে (planet) যে প্রাণের অস্তিত্ব রয়েছে, তা প্রমাণ হতে বাকি থাকবে না।