Sunday, August 24, 2025

শহরের স্কুলে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Date:

খাস কলকাতার (Kolkata) এক স্কুলে ছাত্রীকে (Girl Student) অশালীনভাবে ছোঁয়ার অভিযোগ উঠল শিক্ষকেরই বিরুদ্ধে! এই ঘটনায় মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। একজন ছাত্রী নয়, স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গে ওই শিক্ষক অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ। সোমবার ঘটনাটি ঘটেছে দমদম ভারতীয় বিদ্যামন্দির স্কুলে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ওই স্কুলে তুমুল উত্তেজনা ছড়ায়। অভিভাবকরা শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। দমদম থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক অনেক দিন ধরেই স্কুলে নোংরামি করছেন।

ঘটনার সূত্রপাত সোমবার। অষ্টম শ্রেণির এক ছাত্রীকে নিজের ঘরে ডেকেছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক শুভজিৎ ভট্টাচার্য। সেখানেই তিনি ওই পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। নির্যাতিতা বলেছে, বুকের জামা ধরে টান মারে। গোপনাঙ্গে হাত দেয়। বাড়ি ফিরে পরিবারকে পুরো বিষয়টা জানায় সে। এরপরই স্কুলের অন্যান্য অভিভাবকরা জানতে পারেন।

তাদের কথায়, এর আগেও প্রধান শিক্ষক অনেক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন। দমদম থানায় অভিযোগ দায়ের হয়। ছাত্রীদের দাবি, দীর্ঘদিন ধরে স্কুলে এই নোংরামি চলছিল। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। প্রত্যেকদিনই কোনও না কোনও ছাত্রীর গায়ে হাত দেন ওই শিক্ষক। এদিন স্কুলে তুলকালাম হলেও গরহাজির ছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। তদন্ত শুরু হয়েছে।

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version