Tuesday, November 4, 2025

অতুল-কাণ্ডের ছায়া, বৌমার মানসিক অত্যাচারে ছেলের আত্মহননের অভিযোগ শ্বশুরের

Date:

বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের (Atul Subhash Case) ঘটনার কথা মনে আছে? স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ।এবার সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাতেও (West Bengal)। ছেলের আত্মহননের জন্য বৌমাকেই কাঠগড়ায় তুলেছেন শ্বশুর। বৌমার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ঘটনাস্থল কৃষ্ণনগরের (Krishnanagar) হাতারপাড়া। রাজকুমার সাধুকা এবং জিনিয়ার ২০ বছরের দাম্পত্য জীবন। স্বামী-স্ত্রীর জল এবং মুদির দোকান ছিল। মঙ্গলবার নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন রাজকুমার। পুলিশকে জিনিয়া জানিয়েছেন, কিছু একটা ঘটতে পারে আন্দাজ করে তিনি ঘরে ঢুকেছিলেন। তখন ঝুলন্ত অবস্থায় রাজকুমারকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মহত্যা করার আগে রাজকুমার মোবাইলে আত্মহত্যা করার কথা লিখেছিলেন। কিন্তু কাউকে দোষারোপ করেননি। যদিও তার বাবার দাবি, দীর্ঘদিন ধরে তার ছেলেকে মানসিক অত্যাচার করত জিনিয়া। এমনকী সমস্ত টাকা-পয়সা কেড়ে নিত। এগুলো সহ্য করতে না পেরেই রাজকুমার আত্মঘাতী হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।

যা পরিস্থিতি, এই ঘটনা ফের অতুল সুভাষের কথা মনে করিয়ে দিয়েছে। অতুল স্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ করে ২৪ পাতার চিঠি লিখে এবং ভিডিও বার্তা দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী গ্রেফতার হন। যদিও পরে তিনি জামিন পান। যদিও অভিযোগের তদন্ত এখনও চলছে।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version