ট্যাংরার ছায়া হালতুতে! একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

শহর কলকাতার বুকে আবার একই পরিবারের তিনজনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে ১০:৪০ মিনিট নাগাদ হালতুর পূর্বপল্লি এলাকায় স্বামী-স্ত্রী এবং তিন বছরের শিশুর দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ঘটনাস্থলে কসবা থানার পুলিশ (Kasba Police)।

ট্যাংরার পর এবার হালতু। সমাজে বাড়ছে আত্মহননের ঘটনা, চিন্তায় সমাজতাত্ত্বিক এবং মনোবিদরা। হালতুতে একই পরিবারের তিনজনের মৃত্যুতে প্রাথমিকভাবে আর্থিক অনটনের তত্ত্বই উঠে আসছে। পুলিশের অনুমান স্বামী স্ত্রী সুইসাইড করেছেন। কিন্তু শিশুর মৃত্যু কীভাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বিস্তারিত আসছে…