বড়বাজারে বেসরকারি অফিসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকার ডাকাতি! নেপথ্যে বিহার যোগের সম্ভাবনা

খাস কলকাতার (Kolkata) বুকে রোমহর্ষক ডাকাতির ঘটনা। বড়বাজার এলাকার এক বেসরকারি সংস্থার অফিসে ঢুকে মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। তাঁর হাত পা বেঁধে মাটিতে ফেলে রেখে ১৫ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতরা (Bara Bazar Robbery)। মঙ্গলবার সন্ধ্যায় সিনাগগ স্ট্রিটের একটি বহু তলের পাঁচ তলায় এই ডাকাতি হয়েছে বলে জানিয়েছে বড়বাজার থানার পুলিশ (Bara Bazar Police)।

আক্রান্ত ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন, সন্ধ্যার দিকে অফিসে লোকজন কম থাকার সুযোগ নিয়ে তিনজন ব্যক্তি কাজের প্রয়োজন দেখিয়ে তাঁর অফিসে ঢুকে পড়েন। এরপর তাঁর মাথায় রিভলবার ঠেকিয়ে হাত পা মুখ বেঁধে দিয়ে মারধর চালাতে থাকে। অফিসে থাকা ১৫ লক্ষ টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। বড়বাজার থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা ওই বিল্ডিং এর সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন যে, তিন ডাকাতের মধ্যে দু’জনের মাথায় ছিল সাদা টুপি ও একজনের লাল টুপি ছিল। প্রথমে একজন অফিসের ভিতরে যায়। এর পর ঢোকে অন‌্য দু’জন। কয়েক মিনিটের মধ্যেই তিনজনকেই হাতে ব‌্যাগ নিয়ে বের হতে দেখা যায়। এই ঘটনায় বিহার যোগের অনুমান তদন্তকারীদের। পাশাপাশি হাওড়া লিলুয়ার (Liluah, Howrah) এক ব্যবসায়ীর কাছ থেকে মধ‌্য কলকাতার পোস্তা এলাকায় এক ব‌্যবসায়ীর ব‌্যাগ থেকে ২ লক্ষ ১০ হাজার টাকার লুটের অভিযোগ উঠেছে। তদন্ত শুরু করেছে পোস্তা থানার পুলিশ (Posta Police) ।